ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন উত্তর জনপদের কৃতি সন্তান মাহমুদুল হাসান। তিনি পরিসংখ্যান বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী।
মাহমুদুল হাসান ঢাকা কলেজ ছাত্রদলের জনপ্রিয় ও পরিচিত মুখ।শিক্ষার্থীবান্ধব কর্মকান্ডের মাধ্যমে ক্যাম্পাসের সকলের মাঝেই তার রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সামনের সারিতে ছিলেন তিনি।
রাজনৈতিক জীবনে এ পর্যন্ত একাধিক দায়িত্ব পেয়েছেন মাহমুদুল। শাহীন-জুলহাস কমিটিতেসহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার আগে মাসুদ-সজীব কমিটিতে দায়িত্বে ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে।
ছাত্রদল নেতা মাহমুদুল হাসান বলেন, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কাজ করছে ছাত্রদল। এজন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ গণতান্ত্রিক পথে আবারো যাত্রা করবে।
সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয়া হয়।
