কবি নজরুল সরকারি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম বারের মতো কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল।
এই কুইজের ভিতরে সমন্বয় করা হয়েছে বাংলা ভাষা সংগ্রামের ইতিহাস আর বাংলাদেশের একাত্তরের স্বাধীনতার ইতিহাসও। যেখানে ইতিমধ্যে প্রায় ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
এ বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার সৌন্দর্য রক্ষার্থে এবং বাংলা ভাষার যে ইতিহাস সেটা তুলে ধরার আমাদের এই ব্যাতিক্রম আয়োজন করেছি। আমরা চাই বাংলা ভাষার ইতিহাস, ভাষা আন্দোলনের শহীদদের আমাদের আগামী প্রজন্ম ধারণ করুক।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের কে ভালো কাজে কিভাবে সম্পৃক্ত করা যায় করা যায় তা করে যাচ্ছে। এমন আয়োজন যাতে করে আরো করা যায় সে বিষয়ে প্রচেষ্টা আমাদের সবসময় অব্যহত থাকবে।
