শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষার উন্নয়ন ও সংরক্ষণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো:রেজাউল করিম। বিশেষ অতিথি উপ-উপচর্য ড.হারুনর রশিদ খান এবং রেজিস্ট্রার ড.মো: নুরুন্নবী এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, “মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ও সচেতনতার মাধ্যমে ভাষার যথাযথ চর্চা ও বিকাশ সম্ভব।” এছাড়া তাঁরা শিক্ষার্থীদের মাতৃভাষার প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
