Ovijatra
ঢাকাMonday , 24 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

ইবিতে সায়েন্স ক্লাবের আয়োজনে গ্রাফিক্স ডিজাইন কর্মশালা

Link Copied!

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী বেসিক গ্রাফিক ডিজাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ও সোমবার (২৩-২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০১ নাম্বার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের ৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সোমবার কর্মশালার উদ্বোধনী দিনে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড.মোঃ শাহজাহান আলী। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড.মোঃ জাহিদুল ইসলাম, ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড.মোঃ শরীফুল ইসলাম, IEEE Islamic University Student Branch এর সভাপতি মুস্তাকিম মুসল্লী পিয়াসসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সহ-সভাপতি (টেকনিক্যাল) এস এম সাজ্জাদ হোসেন সৈকত।

ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোবাশশির আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড.শাহজাহান আলী বলেন, “তথ্য প্রযুক্তির এই যুগে গ্রাফিক ডিজাইনের বহুমাত্রিক ব্যবহার রয়েছে। সকলের জন্য বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি শেখা অত্যন্ত জরুরি।

তাই আজ ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব যে উদ্যোগটি নিয়েছেন নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। আমি আশা করবো ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব নিয়মিত এধরণের বিজ্ঞান ভিত্তিক কর্মশালার আয়োজন করবে।”

উল্লেখ্য, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গ্রাফিক ডিজাইনের মৌলিক ধারণা, ডিজাইন প্রিন্সিপালস এবং ক্যানভা টুলের ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। এতে কর্মশালার টেকনোলজি পার্টনার Digitaliz অংশগ্রহণকারীদের জন্য Canva Pro সাবস্ক্রিপশনে ৫০% ছাড় প্রদান করেন।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।