ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হানিফ মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রনিকস এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান নাঈমকে মনোনীত করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা ছাত্র কল্যাণের উপদেষ্টা প্রফেসর ড.ইকবাল হোছাইন ও প্রফেসর ড.মুর্শিদ আলম এবং সদ্য বিদায়ী সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাসনীম আল সাকিব দ্বীপ আংশিক কমিটির অনুমোদন দেন।
আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন,সহ-সভাপতি মোহাম্মদ ইকরাম খান তুহিন,মোহাম্মদ সিফাতুল ইসলাম,মোহাম্মদ শাওন খান,ইসনাইন ভূঁইয়া মুকুল,আতিকুর রহমান,শাওন ভূঁইয়া তপু,তৈয়বা আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম মিয়া,টুটুল কাজল, মোহাম্মদ জুনাইদ, সাংগঠনিক সম্পাদক সোহরাব উদ্দিন আহমেদ,ইউসুফ আহমেদ, মোহাম্মদ আরমান হোসাইন জয়,সুমাইয়া ফাহমিদা, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফাহমিদুল সিফাত, প্রচার সম্পাদক নূর ই আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসাইন।
কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া বলেন, আমরা উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সূদুর নরসিংদী থেকে কুষ্টিয়ায় এসেছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে নরসিংদী জেলা ছাত্র কল্যাণ আমাদের আরেকটি পরিবার। এই সংগঠনটির দায়িত্ব পেয়ে প্রথমে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। জেলা কল্যাণের সার্বিক উন্নয়নের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।সকলের দোয়া কামনা করছি।
