ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

ফেসবুক পোস্টের জেরে ইবি শিক্ষার্থীকে সহ-সমন্বয়কের হুমকি

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১২:৪৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৩ বার পঠিত

ফেসবুক পোস্টের জের ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে হুমকি দিয়েছে সহ-সমন্বয়ক। এ নিয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচার চেয়ে ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী৷

ভুক্তোভোগী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাধন বিশ্বাস। অন্যদিকে অভিযুক্ত সায়েম আহমেদ আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ সমন্বয়ক।

অভিযোগপত্রে ভুক্তোভোগী জানান, গত ২২ ফেব্রুয়ারী তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আল-ফিকহ এম লিগ্যাল স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী সায়েম আহমেদ তাকে হুমকি দেন। তার জীবন পূর্ণ ঝুঁকিতে আছে বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী বাঁধন বিশ্বাস বলেন, আমি ফেইসবুকে পোস্ট দেওয়ায় সায়েম ভাই আমাকে ডেকে হুমকি ধামকি দিয়েছে। আমার পরীক্ষা আছে বললেও আমাকে ছাড়েনি। আধা ঘণ্টা ধরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। এই নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটার বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত সহ সমন্বয়ক সায়েম আহমেদ বলেন বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র হিসেবে জানতে চেয়েছিলেন তার স্ট্যাটাসে চোর বলতে কাকে সম্বোধন করা হয়েছে ও এমন কিছু না করতে যাতে আমাদের মাঝে ফাটল ধরে।’

হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় ঐ শিক্ষার্থী বলতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘আমি দুপুরের পর অফিসে যেতে পারিনি। অফিস থেকে আমাকে এ বিষয়ে জানানো হয়েছে। আগামীকাল সকালে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

ফেসবুক পোস্টের জেরে ইবি শিক্ষার্থীকে সহ-সমন্বয়কের হুমকি

প্রকাশিত ১২:৪৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

ফেসবুক পোস্টের জের ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে হুমকি দিয়েছে সহ-সমন্বয়ক। এ নিয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচার চেয়ে ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী৷

ভুক্তোভোগী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাধন বিশ্বাস। অন্যদিকে অভিযুক্ত সায়েম আহমেদ আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ সমন্বয়ক।

অভিযোগপত্রে ভুক্তোভোগী জানান, গত ২২ ফেব্রুয়ারী তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আল-ফিকহ এম লিগ্যাল স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী সায়েম আহমেদ তাকে হুমকি দেন। তার জীবন পূর্ণ ঝুঁকিতে আছে বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী বাঁধন বিশ্বাস বলেন, আমি ফেইসবুকে পোস্ট দেওয়ায় সায়েম ভাই আমাকে ডেকে হুমকি ধামকি দিয়েছে। আমার পরীক্ষা আছে বললেও আমাকে ছাড়েনি। আধা ঘণ্টা ধরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। এই নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটার বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত সহ সমন্বয়ক সায়েম আহমেদ বলেন বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র হিসেবে জানতে চেয়েছিলেন তার স্ট্যাটাসে চোর বলতে কাকে সম্বোধন করা হয়েছে ও এমন কিছু না করতে যাতে আমাদের মাঝে ফাটল ধরে।’

হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় ঐ শিক্ষার্থী বলতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘আমি দুপুরের পর অফিসে যেতে পারিনি। অফিস থেকে আমাকে এ বিষয়ে জানানো হয়েছে। আগামীকাল সকালে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’