Ovijatra
ঢাকাTuesday , 25 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

চালকের অসতর্কতায় ধানক্ষেতে ইবি শিক্ষার্থীবাহী বাস, আহত ২০ এর অধিক

Link Copied!

চালকের অসতর্কতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়া করা এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে উল্টে পড়ে প্রায় পঁচিশ জন শিক্ষার্থী আহত হন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রাকালে বৃত্তিপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ‘সুহাইল’ নামক বাসটি কুষ্টিয়া শহরে থেকে ছেড়ে বৃত্তিপাড়ায় পৌঁছলে অপর একটি গাড়িকে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে উল্টে পড়ে।

এসময় ২৫ এর অধিক শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস মেডিকেলে প্রাথমিক চিকিৎসক দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ তথ্যমতে, একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়।

দুর্ঘটনা প্রসঙ্গে এক শিক্ষার্থীরা বলেন, এই বাসটি (সুহাইল) সবসময়ই অতিরিক্ত গতিতে চালায়। তাদের বাস চালানোর গতি সুবিধাজনক নয়। আজকেও তেমন হয়েছে। অতিরিক্ত গতিতে বাস চালানোর কারণে ওভারটেক করতে গিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

আরেক শিক্ষার্থী বলেন, ভাড়া করা বাসগুলো বাইরের যাত্রী উঠানোর জন্য (ভাড়া মারতে) সময় বাচাতে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। ড্রাইভারগুলোর ব্যাবহার এমন যে, তারা ভার্সিটির শিক্ষার্থী না নিতে পারলেই বেঁচে যায়, শুধু পরিবহন অফিস থেকে টাকা নিবে কিন্তু বাইরের যাত্রী তুলবে। সময় থাকতেই সচেতন হওয়া উচিত‌। ভাড়া করা বাসগুলো যেন তাদের এমন কার্যকলাপ প্রতিনিয়ত না করতে পারে, এরজন্য প্রশাসনের মনিটরিং আবশ্যক।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। অনেকেই আহত হয়েছে। ১২ জন আহতকে কুষ্টিয়া মেডিকেলে নিয়ে আসা হয়। এর মধ্যে ৮ জনকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া দেওয়া হয়েছে। ৪ জন একটু বেশি আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করার কাজ চলছে। আমি আছি এখানেই। কারোর উচ্চতর চিকিৎসার প্রয়োজন পড়লে বাইরে পাঠানো হবে।

উল্লেখ্য, দূর্ঘটনার পর থেকেই বাসের ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।