ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বৈরাচারী শেখ হাসিনার পরিবারের নামে থাকা ৪টি হল এবং ১টি একাডেমিক ভবনের নাম পরিবর্তনে ইসলামি ভাবধারার মূল্যায়ণ করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২৬৭তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়। পরিবর্তিত হল ও ভবনের মধ্যে ইবনে সিনা, উম্মুল মুমিনীন আয়েশার নামে নামকরণ করা হয়। এ নাম দুটিতে ইসলামি ভাবধারা ফুটে ওঠে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনের নাম পরিবর্তন করে ‘ইবনে সিনা বিজ্ঞান ভবন’ নামকরণ করা হয়। ইসলামি স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, জ্যোতির্বিজ্ঞানী, চিন্তক, লেখক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন ইবনে সিনা। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের নাম পরিবর্তন করে ‘উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল’ রাখা হয়। ইসলামী শিক্ষা তথা উলুমুল হাদীস ও ফিকহে অনস্বীকার্য অবদান রেখেছেন তিনি।
এছাড়াও একই প্রজ্ঞাপনে আরো ৩ টি হলের নাম পরিবর্তন করা হয়। ‘দেশরত্ন শেখ হাসিনা হলে’র নাম পরিবর্তন করে ‘জুলাই- ৩৬ হল, শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে ‘শহীদ আনাছ হল’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শাহ আজিজুর রহমান হল’ করা হয়।
