ক্যাম্পাসের ভ্যানচালকদের নিয়ে ইফতারের আয়োজন করেছে রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি।
শুক্রবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ আয়োজন করে সংগঠনটি। এতে ক্লাবের সদস্যরা ছাড়াও অন্তত ২০ জন ভ্যানচালকের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
এসময় সংগঠনটির সভাপতি দিদারুল ইসলাম রাসেলের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতারে অংশ নেওয়া ভ্যানচালকরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘সবার সাথে বসে ইফতার করছি খুব ভালো লাগছে। আমরা অনেক খুশি হইছি৷ সবার জন্য দোয়া করি ভালো থাকুক।’
রোটার্যাক্ট ক্লাবের সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন, ‘স্বেচ্ছাবেসী সংগঠন হিসেবে সমাজের মানুষের কল্যানার্থেই আমাদের কার্যক্রম। প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যাম্পাস ও এর আশেপাশের ছিন্নমূল মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। ভ্যানচালকরা যেভাবে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন এবং অনুভূতি প্রকাশ করেছেন তা আমাদের আনন্দিত করেছে। আমরা আগামী দিনেও এ ধারা অব্যহত রাখতে চাই।’
