ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মোঃ আব্দুর রউফ।
বুধবার (১২ মার্চ) ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ কর্তৃক নিয়োগের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপি সুত্রে জানা যায়, এর আগে ৫ মার্চ পরিবহন প্রশাসক পদ থেকে অব্যহতি চান প্রো ভিসি অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। এর প্রেক্ষিতে ১২ মার্চ তাকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সেই পদে নিয়োগ দেয়া হয়।
অধ্যাপক ড. শেখ মোঃ আব্দুর রউফ বলেন, এই দায়িত্বকে একটি আমানতদারিতা মনে করছি। আমার কোন পার্সোনাল ডিজায়ার বা মিশন নাই। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে ছাত্রবান্ধব করার জন্য যা যা করা দরকার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের রুলস অনুযায়ী সেটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কাজে সকলের সহযোগিতা কামনা করছি।
