ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

ইবি ছাত্রদলের ইফতারে দুই সহস্রাধিক লোকের আয়োজন

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৭:৫১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৭ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে শাখা ছাত্রদলের উদ্যোগে কুরআন তিলাওয়াত ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে ছাত্রদের এবং খালেদা জিয়া হল সম্মুখে ছাত্রীদের মাঝে ইফতার বিতরণ করে করে সংগঠনটি।

জানা যায়, এর পূর্বে সংগঠনটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে টোকেন পৌঁছে দেয়। ইফতারের পাশাপাশি কুরআন তিলাওয়াত আয়োজন করা হয়। এসময় ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আনসার, ভ্যানচালক ও দোকানীসহ প্রায় ২২০০ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে ইফতার ও কুরআন তিলাওয়াত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মতিনুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. রাশেদুজ্জামানসহ বিএনপিপন্থি শতাধিক শিক্ষক-কর্মকর্তারা।

আয়োজন সম্পর্কে মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আজকের আয়োজনটি খুবই চমৎকার। আমরা সাধারণ শিক্ষার্থীরা এতে অনেক উৎফুল্ল। এর পূর্বে শিবিরের গণইফতার ছিল। আজকে ছাত্রদল করছে। আমরা চাই, ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে এহেন ভালো কাজের প্রতিযোগিতা অব্যাহত থাকুক।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। আমরা শিক্ষার্থীদের নিয়েই ক্যাম্পাসে পজিটিভ কাজ করতে চাই। আমরা পূর্বের স্বৈরাচার সরকারের কারণে ক্যাম্পাসে সুষ্ঠু রাজনৈতিক কার্যক্রম করতে পারতাম না। এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম সুন্দরভাবে করতেছি। ভবিষ্যতে আমরা এমন সুন্দর কাজ চালিয়ে যেতে চাই

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ছাত্রদলের এমন উদ্যোগ প্রশংসনীয়। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করবে। মানুষের জন্য কাজ করবে। রমজান ধৈর্য্য ধারণের মাস ও ঐক্যের মাস। ছাত্রদল ক্যাম্পাসে সকালের সাথে একসঙ্গে কাজ করে যাবে। বিএনপি একটি গণমানুষের দল। তাই এই সকল ভালো কাজের মাধ্যমে ছাত্রদল জাতীয়তাবাদী আদর্শ গণমানুষের কাছে পৌছে দিবে। আরেকটি কথা না বললেই নয়, ১৯৭৫ এর পট পরিবর্তনের পরে শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। তিনি সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যুক্ত করছিলেন এবং সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছিলেন। বিএনপি ইসলামী জাতীয়তাবাদে বিশ্বাসী। তাই ছাত্রদল সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাবে।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

ইবি ছাত্রদলের ইফতারে দুই সহস্রাধিক লোকের আয়োজন

প্রকাশিত ০৭:৫১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে শাখা ছাত্রদলের উদ্যোগে কুরআন তিলাওয়াত ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে ছাত্রদের এবং খালেদা জিয়া হল সম্মুখে ছাত্রীদের মাঝে ইফতার বিতরণ করে করে সংগঠনটি।

জানা যায়, এর পূর্বে সংগঠনটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে টোকেন পৌঁছে দেয়। ইফতারের পাশাপাশি কুরআন তিলাওয়াত আয়োজন করা হয়। এসময় ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আনসার, ভ্যানচালক ও দোকানীসহ প্রায় ২২০০ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে ইফতার ও কুরআন তিলাওয়াত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মতিনুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. রাশেদুজ্জামানসহ বিএনপিপন্থি শতাধিক শিক্ষক-কর্মকর্তারা।

আয়োজন সম্পর্কে মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আজকের আয়োজনটি খুবই চমৎকার। আমরা সাধারণ শিক্ষার্থীরা এতে অনেক উৎফুল্ল। এর পূর্বে শিবিরের গণইফতার ছিল। আজকে ছাত্রদল করছে। আমরা চাই, ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে এহেন ভালো কাজের প্রতিযোগিতা অব্যাহত থাকুক।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। আমরা শিক্ষার্থীদের নিয়েই ক্যাম্পাসে পজিটিভ কাজ করতে চাই। আমরা পূর্বের স্বৈরাচার সরকারের কারণে ক্যাম্পাসে সুষ্ঠু রাজনৈতিক কার্যক্রম করতে পারতাম না। এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম সুন্দরভাবে করতেছি। ভবিষ্যতে আমরা এমন সুন্দর কাজ চালিয়ে যেতে চাই

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ছাত্রদলের এমন উদ্যোগ প্রশংসনীয়। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করবে। মানুষের জন্য কাজ করবে। রমজান ধৈর্য্য ধারণের মাস ও ঐক্যের মাস। ছাত্রদল ক্যাম্পাসে সকালের সাথে একসঙ্গে কাজ করে যাবে। বিএনপি একটি গণমানুষের দল। তাই এই সকল ভালো কাজের মাধ্যমে ছাত্রদল জাতীয়তাবাদী আদর্শ গণমানুষের কাছে পৌছে দিবে। আরেকটি কথা না বললেই নয়, ১৯৭৫ এর পট পরিবর্তনের পরে শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। তিনি সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যুক্ত করছিলেন এবং সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছিলেন। বিএনপি ইসলামী জাতীয়তাবাদে বিশ্বাসী। তাই ছাত্রদল সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাবে।