ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগটি অধ্যাপক ড. মনজুর রহমান। পরবর্তী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বিভাগের নতুন সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।
বিভাগটির সভাপতির কক্ষে অনুষ্ঠিত এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
আরও উপস্থিত ছিলেন— কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ও বিভাগটির অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী ও অধ্যাপক ড. রশিদুজ্জামানসহ বিভাগটির অন্যান্য শিক্ষকরা।
নব নিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান বলেন, “দায়িত্ব পালনকালে আমি বিভাগের সকলের সহযোগিতা কামনা করি। আমি বিভাগের জন্য কাজ করতে চাই। বিভাগের সকল সংকট কাটিয়ে বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।”
