ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

অপো এ৩এক্স’ পাওয়া যাচ্ছে ১ হাজার টাকা কমে

  • Shamrat Kabir
  • প্রকাশিত ০১:১৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ৮ বার পঠিত

অপো এ৩এক্স’ পাওয়া যাচ্ছে ১ হাজার টাকা কমে

শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি অপো ব্র্যান্ডটির জনপ্রিয় ও স্টাইলিশ স্মার্টফোন ‘অপো এ৩এক্স’ বাজারে আনে ২০২৪ সালের সেপ্টেম্বরে। এই ডিভাইসটির ৪জিবি র্যা্ম এবং ১২৮ জিবি রম ভ্যারিয়েন্ট এখন দেশের অপো অথোরাইজড আউটলেটগুলোতে মিলবে ১ হাজার টাকা কম মূল্যে, মাত্র ১৪,৯৯০ টাকায়; যেটির বাজারমূল্য আগে ছিল ১৫,৯৯০ টাকা।

সত্যিকার অর্থেই দৃঢ় এই মোবাইলে আছে মেলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স- যেটি ১.২ মিটার ওপর থেকে পড়ে যাওয়া ফোনকেও ক্ষতি থেকে নিরাপত্তা দেয়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোনটি সুরক্ষা পাওয়ায় ডেস্কে হাত থেকে নিচে পড়ে যাওয়া কিংবা স্মার্টফোনের ওপর দিয়ে মোটরসাইকেল চলে যাওয়া যেকোনো পরিস্থিতিতে ডিভাইস থাকে নিরাপদ। এত শক্ত গড়নের দারুণ স্মার্টফোনটি মোটেও পুরু নয় বরং বেশ স্লিক; ফোনটির ব্যাক কভার এবং ডিসপ্লেও উভয়ই দেখায় নান্দনিক।

‘অপো এ৩এক্স’ এ আরো আছে লিকুইড রেজিস্ট্যান্স। তাই কফি, দুধচা, স্যুপ অথবা যেকোনো তরল থেকে ফোন থাকে নিরাপদ। এছাড়া- ডিভাইসটির স্ল্যাশ টাচ টেকনোলজি বৃষ্টির পানিতে কিংবা ভিজা হাতে ফোনটি নির্বিঘ্নভাবে অপারেট করার সুযোগ করে দেয়, স্ট্রিমিং, মেসেজিং করা যায় কোনো বাধা ছাড়াই।

এই স্মার্টফোনে রয়েছে- ৪৫ ওয়াট সুপারভোগ ফ্ল্যাশ চার্জিং সুবিধাযুক্ত ৫,১০০এমএএইচ এর ব্যাটারি। ল্যাব টেস্টে দেখা যায়- ৩০ মিনিটেই ‘অপো এ৩এক্স’ এর ব্যাটারি ৫০ শতাংশ ব্যাটারি সক্ষমতা পূরণ করতে সক্ষম এবং ৭৪ মিনিটেই স্মার্টফোনটি পূর্ণ চার্জ সম্পন্ন করে। আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে- অপোর ৪ বছরের দীর্ঘস্থায়ী ব্যাটারি ডিজাইনের কারণে চার বছর পরেও সেলগুলো ৮০ শতাংশ সক্ষমতা ধরে রাখতে পারে। এছাড়া এই ফোনের স্মার্ট চার্জিং ফিচার বুদ্ধিবৃত্তিকভাবে ব্যবহারকারীর চার্জিং অভ্যাস রপ্ত করে এবং ফোনের ব্যাটারি কার্যক্ষম রাখতে ভূমিকা পালন করে।

অপো এ৩এক্স-এ ১,০০০ নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যা সরাসরি সূর্যালোকের মধ্যেও স্ক্রিনের স্পষ্টতা নিশ্চিত করে। এর ফলে ব্যবহারকারীরা চোখের কোনো অসুবিধা ছাড়াই তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারেন।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

অপো এ৩এক্স’ পাওয়া যাচ্ছে ১ হাজার টাকা কমে

প্রকাশিত ০১:১৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি অপো ব্র্যান্ডটির জনপ্রিয় ও স্টাইলিশ স্মার্টফোন ‘অপো এ৩এক্স’ বাজারে আনে ২০২৪ সালের সেপ্টেম্বরে। এই ডিভাইসটির ৪জিবি র্যা্ম এবং ১২৮ জিবি রম ভ্যারিয়েন্ট এখন দেশের অপো অথোরাইজড আউটলেটগুলোতে মিলবে ১ হাজার টাকা কম মূল্যে, মাত্র ১৪,৯৯০ টাকায়; যেটির বাজারমূল্য আগে ছিল ১৫,৯৯০ টাকা।

সত্যিকার অর্থেই দৃঢ় এই মোবাইলে আছে মেলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স- যেটি ১.২ মিটার ওপর থেকে পড়ে যাওয়া ফোনকেও ক্ষতি থেকে নিরাপত্তা দেয়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোনটি সুরক্ষা পাওয়ায় ডেস্কে হাত থেকে নিচে পড়ে যাওয়া কিংবা স্মার্টফোনের ওপর দিয়ে মোটরসাইকেল চলে যাওয়া যেকোনো পরিস্থিতিতে ডিভাইস থাকে নিরাপদ। এত শক্ত গড়নের দারুণ স্মার্টফোনটি মোটেও পুরু নয় বরং বেশ স্লিক; ফোনটির ব্যাক কভার এবং ডিসপ্লেও উভয়ই দেখায় নান্দনিক।

‘অপো এ৩এক্স’ এ আরো আছে লিকুইড রেজিস্ট্যান্স। তাই কফি, দুধচা, স্যুপ অথবা যেকোনো তরল থেকে ফোন থাকে নিরাপদ। এছাড়া- ডিভাইসটির স্ল্যাশ টাচ টেকনোলজি বৃষ্টির পানিতে কিংবা ভিজা হাতে ফোনটি নির্বিঘ্নভাবে অপারেট করার সুযোগ করে দেয়, স্ট্রিমিং, মেসেজিং করা যায় কোনো বাধা ছাড়াই।

এই স্মার্টফোনে রয়েছে- ৪৫ ওয়াট সুপারভোগ ফ্ল্যাশ চার্জিং সুবিধাযুক্ত ৫,১০০এমএএইচ এর ব্যাটারি। ল্যাব টেস্টে দেখা যায়- ৩০ মিনিটেই ‘অপো এ৩এক্স’ এর ব্যাটারি ৫০ শতাংশ ব্যাটারি সক্ষমতা পূরণ করতে সক্ষম এবং ৭৪ মিনিটেই স্মার্টফোনটি পূর্ণ চার্জ সম্পন্ন করে। আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে- অপোর ৪ বছরের দীর্ঘস্থায়ী ব্যাটারি ডিজাইনের কারণে চার বছর পরেও সেলগুলো ৮০ শতাংশ সক্ষমতা ধরে রাখতে পারে। এছাড়া এই ফোনের স্মার্ট চার্জিং ফিচার বুদ্ধিবৃত্তিকভাবে ব্যবহারকারীর চার্জিং অভ্যাস রপ্ত করে এবং ফোনের ব্যাটারি কার্যক্ষম রাখতে ভূমিকা পালন করে।

অপো এ৩এক্স-এ ১,০০০ নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যা সরাসরি সূর্যালোকের মধ্যেও স্ক্রিনের স্পষ্টতা নিশ্চিত করে। এর ফলে ব্যবহারকারীরা চোখের কোনো অসুবিধা ছাড়াই তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারেন।