Ovijatra
ঢাকাFriday , 23 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

ইবিতে তারুণ্য’র বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্যের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও বটতলা প্রাঙ্গণ পরিচ্ছন্নতা অভিযানসহ জিমনেশিয়াম, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, রবীন্দ্র-নজরুল কলা ভবন সংলগ্ন এলাকায় এবং মফিজ লেকে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

জানা যায়, এর আগে দুইদিন ব্যাপী ইয়ুথ লিডারশীপ ট্রেনিংয়ের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে দেশি ও বিদেশী শিউলি, কৃষ্ণচূড়া, জারুল, বাগান-বিলাস ও নিমসহ বিভিন্ন ধরণের শোভাবর্ধণকারী গাছ লাগানো হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা বলেন, ‘ট্রেনিং এর অংশ হিসেবে করলেও পরিস্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ আমাদের নিয়মিত কার্যক্রম। ট্রেনিং থেকে প্রাপ্ত শিক্ষা বাস্তবে রূপদানের পাশাপাশি আমাদের কর্মসূচীর উদ্দেশ্য সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। এসময় পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা তুলে ধরে তিনি আসন্ন বর্ষা মৌসুমে প্রত্যেককে গাছ লাগানোর এবং যত্ন নেওয়ার আহ্বান জানান।’

তারুণ্যের সভাপতির আমিনুল ইসলাম বলেন, ‘সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের উচিৎ আশেপাশের এলাকা পরিস্কার রাখা।এসময় গাছের উপকারিতা তুলে ধরে তিনি গাছ লাগানোর পাশাপাশি গাছ পরিচর্যার দায়িত্ব সম্পর্কেও বলেন।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।