ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

ইবিতে তারুণ্য’র বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ১১ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্যের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও বটতলা প্রাঙ্গণ পরিচ্ছন্নতা অভিযানসহ জিমনেশিয়াম, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, রবীন্দ্র-নজরুল কলা ভবন সংলগ্ন এলাকায় এবং মফিজ লেকে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

জানা যায়, এর আগে দুইদিন ব্যাপী ইয়ুথ লিডারশীপ ট্রেনিংয়ের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে দেশি ও বিদেশী শিউলি, কৃষ্ণচূড়া, জারুল, বাগান-বিলাস ও নিমসহ বিভিন্ন ধরণের শোভাবর্ধণকারী গাছ লাগানো হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা বলেন, ‘ট্রেনিং এর অংশ হিসেবে করলেও পরিস্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ আমাদের নিয়মিত কার্যক্রম। ট্রেনিং থেকে প্রাপ্ত শিক্ষা বাস্তবে রূপদানের পাশাপাশি আমাদের কর্মসূচীর উদ্দেশ্য সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। এসময় পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা তুলে ধরে তিনি আসন্ন বর্ষা মৌসুমে প্রত্যেককে গাছ লাগানোর এবং যত্ন নেওয়ার আহ্বান জানান।’

তারুণ্যের সভাপতির আমিনুল ইসলাম বলেন, ‘সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের উচিৎ আশেপাশের এলাকা পরিস্কার রাখা।এসময় গাছের উপকারিতা তুলে ধরে তিনি গাছ লাগানোর পাশাপাশি গাছ পরিচর্যার দায়িত্ব সম্পর্কেও বলেন।’

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

ইবিতে তারুণ্য’র বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত ১১:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্যের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও বটতলা প্রাঙ্গণ পরিচ্ছন্নতা অভিযানসহ জিমনেশিয়াম, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, রবীন্দ্র-নজরুল কলা ভবন সংলগ্ন এলাকায় এবং মফিজ লেকে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

জানা যায়, এর আগে দুইদিন ব্যাপী ইয়ুথ লিডারশীপ ট্রেনিংয়ের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে দেশি ও বিদেশী শিউলি, কৃষ্ণচূড়া, জারুল, বাগান-বিলাস ও নিমসহ বিভিন্ন ধরণের শোভাবর্ধণকারী গাছ লাগানো হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা বলেন, ‘ট্রেনিং এর অংশ হিসেবে করলেও পরিস্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ আমাদের নিয়মিত কার্যক্রম। ট্রেনিং থেকে প্রাপ্ত শিক্ষা বাস্তবে রূপদানের পাশাপাশি আমাদের কর্মসূচীর উদ্দেশ্য সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। এসময় পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা তুলে ধরে তিনি আসন্ন বর্ষা মৌসুমে প্রত্যেককে গাছ লাগানোর এবং যত্ন নেওয়ার আহ্বান জানান।’

তারুণ্যের সভাপতির আমিনুল ইসলাম বলেন, ‘সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের উচিৎ আশেপাশের এলাকা পরিস্কার রাখা।এসময় গাছের উপকারিতা তুলে ধরে তিনি গাছ লাগানোর পাশাপাশি গাছ পরিচর্যার দায়িত্ব সম্পর্কেও বলেন।’