ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আমার দেশ পাঠকমেলার ২০২৫-২৬ সেশনের জন্য ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করেছে সংগঠনটি। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগের শিক্ষার্থী মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো: ছাফওয়ানুর রহমান।
শনিবার (৩১ মে) পাঠকমেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন ইউসুফ ও সাধারণ সম্পাদক রাহাতুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি মো. রুহুল আমিন, ”পাঠকমেলা হলো জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার একটি মঞ্চ, যেখানে লেখা-পড়া, গবেষণা ও সৃজনশীল চিন্তার মাধ্যমে আমরা সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারি। সভাপতি হিসেবে আমার লক্ষ্য থাকবে: পাঠ্যাভ্যাসের সংস্কৃতি জাগরণ,তরুণ লেখকদের উৎসাহিতকরণ, সামাজিক দায়বদ্ধতা ও সহযোগিতার মনোভাব । এই পথে আমি একা নই—আপনাদের সকলের সহযোগিতা, পরামর্শ ও অংশগ্রহণই আমার শক্তি। আশা করি, আমরা মিলে একটি জ্ঞানভিত্তিক, আদর্শিক ও গতিশীল পাঠকসমাজ গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ।”
সাধারণ সম্পাদক মো: ছাফওয়ানুর রহমান বলেন, আমার দেশ পাঠকমেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে। দেশীয় সংস্কৃতি ও বাংলাদেশের ভাবধারাকে সামনে রেখে কাজ করবে এমনটিই আমাদের দৃঢ় বিশ্বাস।
জাতির চিন্তার জগতে বৈপ্লবিক পরিবর্তন আনার এই পথচলায় সকলের আন্তরিক সহায়তা কামনা করি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি, সাকিব মাহমুদ, মোঃ লিমন মিয়া ও মোঃ সজীব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, রবিউল হাসান ও আফিয়া আলম, সাংগঠনিক সম্পাদক, মাজিদুল ইসলাম উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক: মোসাদ্দেক হোসেন ও আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক, আনিকা ইসলাম অবন্তী, দপ্তর সম্পাদক, সাকীফ বিন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাইফ উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, আদিল মুহাম্মদ তাছিফ, সংস্কৃতি সম্পাদক, মহিমা খান, সাহিত্য সম্পাদক, মো: আসিফ ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক, মোফাজসেরা জাহান সন্ধি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জেরিন আক্তার মিম, পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক, মো. শাকিব হোসেন
কার্যকরী সদস্যরা হলেন, মো: তানভীর ইশরাক, ইমতিয়াজ উদ্দিন সাজিদ, সায়েম হোসেন, আহমাদ জাবের, মাওয়াজুর রহমান, মাহমুদুল হাসান মাফি, মেহেদী হাসান রিয়াদ, শামীমা আক্তার শাম্মী, মোহাম্মাদ মিজান, মেহেরাব হোসেন, আল মামুন এবং আরমান হক।
