ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ

এইচএসসি শিক্ষার্থীদের জন্য কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখার উদ্যোগে এইচএসসি-২০২৫ শিক্ষার্থীদের সাফল্য কামনা দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুরে কলেজ অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি বায়জিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল। কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের সম্পাদক হাসিব বিন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার কলেজ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম ও মাদ্রাসা সম্পাদক মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন রুবেল বলেন, এইচএসসি জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার মাধ্যমে তোমাদের ভবিষ্যতের ভিত্তি রচিত হবে। কিন্তু মনে রাখতে হবে, শুধু ভালো রেজাল্ট করলেই চলবে না—মানুষ হিসেবে নিজেকে আদর্শ ও চরিত্রবান গড়ে তোলাই আসল সফলতা।

তিনি আরও বলেন, তোমরা একদিকে যেমন জ্ঞান অর্জনে মনোনিবেশ করবে, তেমনি আল্লাহর কাছে সাহায্য চাইবে। কারণ প্রকৃত জ্ঞান সেই, যা মানুষের জীবন ও সমাজকে আলোকিত করে।

সভাপতির বক্তব্যে বায়জিদ মাহমুদ বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা যেন মানসিকভাবে প্রস্তুত থাকে, আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেয়—সেই লক্ষ্যেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা চাই, ছাত্রশিবিরের শিক্ষার্থীরা শুধু পাস নয়, বরং নেতৃত্বগুণে ভরপুর আদর্শ ছাত্র হিসেবে গড়ে উঠুক।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার সঙ্গে সঙ্গে নৈতিকতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী যদি আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে গড়ে তোলে, তবে সে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনতে পারে।

পরিশেষে দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। উক্ত অনুষ্ঠানে কলেজের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ

এইচএসসি শিক্ষার্থীদের জন্য কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান

প্রকাশিত ১০:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখার উদ্যোগে এইচএসসি-২০২৫ শিক্ষার্থীদের সাফল্য কামনা দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুরে কলেজ অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি বায়জিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল। কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের সম্পাদক হাসিব বিন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার কলেজ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম ও মাদ্রাসা সম্পাদক মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন রুবেল বলেন, এইচএসসি জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার মাধ্যমে তোমাদের ভবিষ্যতের ভিত্তি রচিত হবে। কিন্তু মনে রাখতে হবে, শুধু ভালো রেজাল্ট করলেই চলবে না—মানুষ হিসেবে নিজেকে আদর্শ ও চরিত্রবান গড়ে তোলাই আসল সফলতা।

তিনি আরও বলেন, তোমরা একদিকে যেমন জ্ঞান অর্জনে মনোনিবেশ করবে, তেমনি আল্লাহর কাছে সাহায্য চাইবে। কারণ প্রকৃত জ্ঞান সেই, যা মানুষের জীবন ও সমাজকে আলোকিত করে।

সভাপতির বক্তব্যে বায়জিদ মাহমুদ বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা যেন মানসিকভাবে প্রস্তুত থাকে, আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেয়—সেই লক্ষ্যেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা চাই, ছাত্রশিবিরের শিক্ষার্থীরা শুধু পাস নয়, বরং নেতৃত্বগুণে ভরপুর আদর্শ ছাত্র হিসেবে গড়ে উঠুক।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার সঙ্গে সঙ্গে নৈতিকতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী যদি আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে গড়ে তোলে, তবে সে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনতে পারে।

পরিশেষে দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। উক্ত অনুষ্ঠানে কলেজের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।