ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন

সিদ্ধান্ত সহজ ছিল না, তবুও পক্ষে দাঁড়িয়েছি: বাঁধন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০২:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১১ বার পঠিত

বছর ঘুরে আবার এসেছে জুলাই। ঠিক একবছর আগে রক্তাক্ত জুলাইয়ের সাক্ষী হয়েছিল বাংলাদেশের জনগণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে এক হয়েছিল পুরো দেশ। রাজপথে নেমেছিল সাধারণ জনগণ। বিনোদন অঙ্গনের অনেক তারকারাও আন্দোলনে যুক্ত হয়েছিলেন, সে তালিকায় আছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাই তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানিয়েছেন তিনি।  প্রথমে সামাজিক মাধ্যমে, পরে রাজপথে সরব উপস্থিতি ছিল তার।

বাঁধন মঙ্গলবার (১ জুলাই)  নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বাঁধন লেখেন, ‘জুলাইয়ের সেই আন্দোলন আমার জীবনের এক মোড় ঘোরানো ঘটনা। সেটা আমাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে, সাহস জুগিয়েছে। সেই সময় সিদ্ধান্ত সহজ ছিল না  তবুও আমি সেটাই করেছে। সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছি । কারণ আমি বিশ্বাস করি, অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা অন্যায়কে প্রশ্রয় দেয়ার মতোই অপরাধ।’

তিনি আরও বলেন, ‘আমরা তখন এক হয়েছিলাম এমন এক রাষ্ট্রের বিরুদ্ধে, যে রাষ্ট্র নিজের জনগণের করের টাকায় কেনা অস্ত্র তাক করেছিল সেই জনগণের দিকেই। বিনা কারণে মানুষ গ্রেপ্তার হচ্ছিল, অনেকে প্রাণ হারিয়েছিল। রিয়া মণির মতো শিশুদেরও রক্ষা করা যায়নি। তারা বুঝেই উঠতে পারেনি, তাদের কেন জীবন দিতে হচ্ছে।’

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানিয়ে এসবুকে বাঁধনের পোস্ট। ছবি: অভিনেত্রীর ফেসবুক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানিয়ে এসবুকে বাঁধনের পোস্ট। ছবি: অভিনেত্রীর ফেসবুক

বাঁধন জানান, ‘আমরা এক হয়েছিলাম আমাদের অধিকার ও দেশের প্রতি ভালোবাসা থেকে। এই আন্দোলন আমাদের মনে নতুন স্বপ্নের বীজ বপন করেছিল। আমি এখনো সেই আশাকে আঁকড়ে ধরে আছি।’

অভিনেত্রীর ফেসবুক পোস্টটি অনেকেই শেয়ার করছেন। অনেকেই তার সাহসিকতার প্রশংসা করেছেন। এর আগেও বিভিন্ন সময় নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাঁধন। সমালোচনা করেছেন ক্ষমতাসীন সরকারের নানা পদক্ষেপের। তবে এই বর্ষপূর্তিতে তার কণ্ঠে ছিল আরও দৃঢ়তা ও আশার সুর।

জনপ্রিয়

এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস

সিদ্ধান্ত সহজ ছিল না, তবুও পক্ষে দাঁড়িয়েছি: বাঁধন

প্রকাশিত ০২:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

বছর ঘুরে আবার এসেছে জুলাই। ঠিক একবছর আগে রক্তাক্ত জুলাইয়ের সাক্ষী হয়েছিল বাংলাদেশের জনগণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে এক হয়েছিল পুরো দেশ। রাজপথে নেমেছিল সাধারণ জনগণ। বিনোদন অঙ্গনের অনেক তারকারাও আন্দোলনে যুক্ত হয়েছিলেন, সে তালিকায় আছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাই তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানিয়েছেন তিনি।  প্রথমে সামাজিক মাধ্যমে, পরে রাজপথে সরব উপস্থিতি ছিল তার।

বাঁধন মঙ্গলবার (১ জুলাই)  নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বাঁধন লেখেন, ‘জুলাইয়ের সেই আন্দোলন আমার জীবনের এক মোড় ঘোরানো ঘটনা। সেটা আমাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে, সাহস জুগিয়েছে। সেই সময় সিদ্ধান্ত সহজ ছিল না  তবুও আমি সেটাই করেছে। সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছি । কারণ আমি বিশ্বাস করি, অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা অন্যায়কে প্রশ্রয় দেয়ার মতোই অপরাধ।’

তিনি আরও বলেন, ‘আমরা তখন এক হয়েছিলাম এমন এক রাষ্ট্রের বিরুদ্ধে, যে রাষ্ট্র নিজের জনগণের করের টাকায় কেনা অস্ত্র তাক করেছিল সেই জনগণের দিকেই। বিনা কারণে মানুষ গ্রেপ্তার হচ্ছিল, অনেকে প্রাণ হারিয়েছিল। রিয়া মণির মতো শিশুদেরও রক্ষা করা যায়নি। তারা বুঝেই উঠতে পারেনি, তাদের কেন জীবন দিতে হচ্ছে।’

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানিয়ে এসবুকে বাঁধনের পোস্ট। ছবি: অভিনেত্রীর ফেসবুক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানিয়ে এসবুকে বাঁধনের পোস্ট। ছবি: অভিনেত্রীর ফেসবুক

বাঁধন জানান, ‘আমরা এক হয়েছিলাম আমাদের অধিকার ও দেশের প্রতি ভালোবাসা থেকে। এই আন্দোলন আমাদের মনে নতুন স্বপ্নের বীজ বপন করেছিল। আমি এখনো সেই আশাকে আঁকড়ে ধরে আছি।’

অভিনেত্রীর ফেসবুক পোস্টটি অনেকেই শেয়ার করছেন। অনেকেই তার সাহসিকতার প্রশংসা করেছেন। এর আগেও বিভিন্ন সময় নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাঁধন। সমালোচনা করেছেন ক্ষমতাসীন সরকারের নানা পদক্ষেপের। তবে এই বর্ষপূর্তিতে তার কণ্ঠে ছিল আরও দৃঢ়তা ও আশার সুর।