সাত কলেজের শিক্ষা ব্যবস্থায় জরুরি সংস্কার ও সমন্বয়ের জন্য ৪ দাবিতে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে অধ্যক্ষ বরাবর স্মারলিপি দেয় তারা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, চলমান শিক্ষাজীবনে যে অসংগতি, দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তায় তাদের একাডেমিক কার্যক্রমে নানাবিধ সমস্যা দেখা দিয়েছে, যা তাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনিশ্চয়তা সৃষ্টি করছে।
শিক্ষার্থীরা আরও বলেন, স্মারকলিপিতে আমরা বাস্তব যৌক্তিক এবং বাস্তবায়নযোগ্য দাবি তুলে ধরেছি। যেগুলোর দ্রুত বাস্তবায়ন শিক্ষাব্যবস্থার শৃঙ্খলা, স্বচ্ছতা এবং গতিশীলতা ফিরিয়ে আনবে বলে আমরা মনে করি।
স্বারকলিপিতে শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. ইয়ার ফাইনাল পরীক্ষা অবশ্যই নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে হবে।
২. পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়নের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক নয়, বরং আমাদের বিভাগীয় শিক্ষকদের হাতেই রাখতে হবে।
৩. ফল প্রকাশের অনিশ্চিয়তা ও এর দীর্ঘসূত্রতা শিক্ষার্থীদের ক্যারিয়ারে বিরূপ প্রভাব ফেলে।তাই পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।
৪. কেউ নন প্রমোটেড হলে রিটের পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
স্মারকলিপি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা আশাবাদ ব্যাক্ত করেন যে সাত কলেজের (প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়) অন্তর্বতী প্রশাসক এবং কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট নীতিনির্ধারকগণ আমাদের দাবিগুলো র যৌক্তিকতা বিবেচনায় নিয়ে দ্রুত ও কর্যকর সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং শিক্ষাব্যবস্থায় কাঙ্ক্ষিত সমন্বয় ও স্থিতি ফিরিয়ে আনবেন।
