Ovijatra
ঢাকাThursday , 10 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

ইবিতে ওয়াল ক্যালেন্ডার থেকে কুরআনের আয়াত বাদ, প্রেক্ষাপট পরিবর্তনেও করা হয়নি সংযুক্ত

Link Copied!

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ওয়াল ক্যালেন্ডার থেকে কুরআনের আয়াত তুলে দেয় তৎকালীন প্রশাসন। পরে গত বছরের আগস্ট হাসিনার পতনের পর নতুন প্রশাসন নিয়োগ দেয় অন্তর্বতী সরকার। নতুন প্রশাসন গত ২ জুলাই মোড়ক উন্মোচন করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন ক্যালেন্ডার। তবে ওই ক্যালেন্ডারে কোনো কুরআনের আয়াত সংযুক্ত করা হয়নি বলো দেখা গেছে।

জানা যায়, সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়াল ক্যালেন্ডারে কুরআনের আয়াত লেখা ছিলো। তবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে প্রকাশিত ক্যালেন্ডারগুলোতে কুরআনের আয়াত সংযুক্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর আমলে এই কাজ করা হয়। এ ছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষে ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহ্বায়ক ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া রহমান।

এ বিষয়ে ড. জাকারিয়া রহমান বলেন, অনেক আগের বিষয় হওয়ায় আমার সঠিক মনে নেই, কী কারণে বাদ দেওয়া হয়েছিলো। তবে যতটুকু মনে পড়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেও এটা করা হয়নি। তৎকালীন প্রশাসন থেকেও এরকম কোনো নির্দেশনা ছিলো না।

এ দিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন ক্যালেন্ডারেও কুরআনের আয়াত সংয়ুক্ত করেনি বর্তমান প্রশাসন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটলেও নতুন ক্যালেন্ডারে কেনো কুরআার নেই তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

এ বিষয়ে মুদ্রণ কমিটির বর্তমান আহ্বায়ক অধ্যাপক ড. আলীনূর রহমান বলেন, কুরআনের আয়াত সংযুক্ত থাকার বিষয়টি আমরা জানি না, আর কেউ বিষয়টি আমাদেরকে বলেওনি। আমরা খোঁজ নিয়ে দেখছি, যদি থেকে থাকে তাহলে পরবর্তী বছরে এটা সংযোজন করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।