ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

ইবিতে ওয়াল ক্যালেন্ডার থেকে কুরআনের আয়াত বাদ, প্রেক্ষাপট পরিবর্তনেও করা হয়নি সংযুক্ত

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৬:০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ২৭ বার পঠিত

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ওয়াল ক্যালেন্ডার থেকে কুরআনের আয়াত তুলে দেয় তৎকালীন প্রশাসন। পরে গত বছরের আগস্ট হাসিনার পতনের পর নতুন প্রশাসন নিয়োগ দেয় অন্তর্বতী সরকার। নতুন প্রশাসন গত ২ জুলাই মোড়ক উন্মোচন করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন ক্যালেন্ডার। তবে ওই ক্যালেন্ডারে কোনো কুরআনের আয়াত সংযুক্ত করা হয়নি বলো দেখা গেছে।

জানা যায়, সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়াল ক্যালেন্ডারে কুরআনের আয়াত লেখা ছিলো। তবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে প্রকাশিত ক্যালেন্ডারগুলোতে কুরআনের আয়াত সংযুক্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর আমলে এই কাজ করা হয়। এ ছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষে ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহ্বায়ক ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া রহমান।

এ বিষয়ে ড. জাকারিয়া রহমান বলেন, অনেক আগের বিষয় হওয়ায় আমার সঠিক মনে নেই, কী কারণে বাদ দেওয়া হয়েছিলো। তবে যতটুকু মনে পড়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেও এটা করা হয়নি। তৎকালীন প্রশাসন থেকেও এরকম কোনো নির্দেশনা ছিলো না।

এ দিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন ক্যালেন্ডারেও কুরআনের আয়াত সংয়ুক্ত করেনি বর্তমান প্রশাসন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটলেও নতুন ক্যালেন্ডারে কেনো কুরআার নেই তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

এ বিষয়ে মুদ্রণ কমিটির বর্তমান আহ্বায়ক অধ্যাপক ড. আলীনূর রহমান বলেন, কুরআনের আয়াত সংযুক্ত থাকার বিষয়টি আমরা জানি না, আর কেউ বিষয়টি আমাদেরকে বলেওনি। আমরা খোঁজ নিয়ে দেখছি, যদি থেকে থাকে তাহলে পরবর্তী বছরে এটা সংযোজন করা হবে।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

ইবিতে ওয়াল ক্যালেন্ডার থেকে কুরআনের আয়াত বাদ, প্রেক্ষাপট পরিবর্তনেও করা হয়নি সংযুক্ত

প্রকাশিত ০৬:০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ওয়াল ক্যালেন্ডার থেকে কুরআনের আয়াত তুলে দেয় তৎকালীন প্রশাসন। পরে গত বছরের আগস্ট হাসিনার পতনের পর নতুন প্রশাসন নিয়োগ দেয় অন্তর্বতী সরকার। নতুন প্রশাসন গত ২ জুলাই মোড়ক উন্মোচন করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন ক্যালেন্ডার। তবে ওই ক্যালেন্ডারে কোনো কুরআনের আয়াত সংযুক্ত করা হয়নি বলো দেখা গেছে।

জানা যায়, সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়াল ক্যালেন্ডারে কুরআনের আয়াত লেখা ছিলো। তবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে প্রকাশিত ক্যালেন্ডারগুলোতে কুরআনের আয়াত সংযুক্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর আমলে এই কাজ করা হয়। এ ছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষে ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহ্বায়ক ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া রহমান।

এ বিষয়ে ড. জাকারিয়া রহমান বলেন, অনেক আগের বিষয় হওয়ায় আমার সঠিক মনে নেই, কী কারণে বাদ দেওয়া হয়েছিলো। তবে যতটুকু মনে পড়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেও এটা করা হয়নি। তৎকালীন প্রশাসন থেকেও এরকম কোনো নির্দেশনা ছিলো না।

এ দিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন ক্যালেন্ডারেও কুরআনের আয়াত সংয়ুক্ত করেনি বর্তমান প্রশাসন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটলেও নতুন ক্যালেন্ডারে কেনো কুরআার নেই তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

এ বিষয়ে মুদ্রণ কমিটির বর্তমান আহ্বায়ক অধ্যাপক ড. আলীনূর রহমান বলেন, কুরআনের আয়াত সংযুক্ত থাকার বিষয়টি আমরা জানি না, আর কেউ বিষয়টি আমাদেরকে বলেওনি। আমরা খোঁজ নিয়ে দেখছি, যদি থেকে থাকে তাহলে পরবর্তী বছরে এটা সংযোজন করা হবে।