ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

ট্রাম্পকে ব্যঙ্গ করে রেকর্ড গড়ল ‘সাউথ পার্ক’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২:৫০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৫৫ বার পঠিত

ট্রাম্পকে ব্যঙ্গ করে রেকর্ড গড়ল ‘সাউথ পার্ক’

জনপ্রিয় মার্কিন অ্যানিমেটেড সিটকম সাউথ পার্ক তাদের সিজন ২৭-এর প্রথম পর্ব দিয়েই নতুন ইতিহাস গড়েছে। ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে নির্মিত ‘সারমন অন দ্য মাউন্ট’ শিরোনামের পর্বটি প্রচারের তিন দিনের মধ্যেই ৫.৯ মিলিয়ন দর্শক দেখেছেন। এটি ১৯৯৯ সালের পর সবচেয়ে বেশি দর্শকপ্রিয় প্রিমিয়ার পর্ব হিসেবে রেকর্ড গড়েছে।

পর্বটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এমন এক বিতর্কিত চরিত্রে উপস্থাপন করা হয়েছে, যেখানে তাকে শয়তানের সঙ্গে যৌন সম্পর্কযুক্ত দেখা যায়। নির্মাতা ট্রে পার্কার ও ম্যাট স্টোন জানিয়েছেন, তারা ট্রাম্পকে অনেকটা সাদ্দাম হোসেনের মতো করেই চিত্রিত করেছেন, যেমনটা তারা পূর্বে করেছেন সাউথ পার্ক: বিগার, লংগার অ্যান্ড আনকাট সিনেমায়।

এই পর্ব নিয়ে হোয়াইট হাউসের তীব্র প্রতিক্রিয়া এসেছে। এক বিবৃতিতে বলা হয়, “সাউথ পার্ক গত দুই দশক ধরে প্রাসঙ্গিকতা হারিয়েছে এবং এখন শুধুই মনোযোগ পাওয়ার জন্য দুর্বল ও পুরনো কনসেপ্ট ব্যবহার করছে।”

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, সাউথ পার্ক গত ২০ বছর ধরেই প্রাসঙ্গিক নয়। ছবি: সংগৃহীত

তবে সমালোচনার মাঝেও দর্শকদের মাঝে পর্বটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। আইএমডিবিতে এটি পেয়েছে ৯.৬ রেটিং, যেখানে আগের সিজনের প্রথম পর্ব পেয়েছিল মাত্র ৭.৩। ১৮-৪৯ বছর বয়সী দর্শকদের মধ্যে এটি ০.৯৯৬ রেটিং অর্জন করেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। সিজন ২৬-এর তুলনায় এবারের প্রিমিয়ার পর্বের দর্শকসংখ্যা বেড়েছে ১৫ শতাংশ।

কমেডি সেন্ট্রাল জানিয়েছে, এই পর্বটি ছিল সাউথ পার্ক ইতিহাসের সবচেয়ে বেশি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত পর্ব এবং প্রচারের দিনটিতে এটি ছিল সবচেয়ে আলোচিত টিভি অনুষ্ঠান।

এদিকে, সাউথ পার্ক নির্মাতারা প্যারামাউন্ট গ্লোবালের সঙ্গে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের বার্ষিক চুক্তি সই করেছেন, যার আওতায় আগামী পাঁচ বছরে ৫০টি নতুন পর্ব নির্মিত হবে। একই সঙ্গে পুরো সিরিজের আর্কাইভ স্থানান্তরিত হবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে।

রেকর্ড গড়া প্রথম পর্বের পর সিজন ২৭-এর দ্বিতীয় পর্ব প্রচারিত হবে ৬ আগস্ট।

সূত্র: হিন্দুস্তান টাইমসদ্য মিরর ইউএস

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

ট্রাম্পকে ব্যঙ্গ করে রেকর্ড গড়ল ‘সাউথ পার্ক’

প্রকাশিত ১২:৫০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

জনপ্রিয় মার্কিন অ্যানিমেটেড সিটকম সাউথ পার্ক তাদের সিজন ২৭-এর প্রথম পর্ব দিয়েই নতুন ইতিহাস গড়েছে। ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে নির্মিত ‘সারমন অন দ্য মাউন্ট’ শিরোনামের পর্বটি প্রচারের তিন দিনের মধ্যেই ৫.৯ মিলিয়ন দর্শক দেখেছেন। এটি ১৯৯৯ সালের পর সবচেয়ে বেশি দর্শকপ্রিয় প্রিমিয়ার পর্ব হিসেবে রেকর্ড গড়েছে।

পর্বটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এমন এক বিতর্কিত চরিত্রে উপস্থাপন করা হয়েছে, যেখানে তাকে শয়তানের সঙ্গে যৌন সম্পর্কযুক্ত দেখা যায়। নির্মাতা ট্রে পার্কার ও ম্যাট স্টোন জানিয়েছেন, তারা ট্রাম্পকে অনেকটা সাদ্দাম হোসেনের মতো করেই চিত্রিত করেছেন, যেমনটা তারা পূর্বে করেছেন সাউথ পার্ক: বিগার, লংগার অ্যান্ড আনকাট সিনেমায়।

এই পর্ব নিয়ে হোয়াইট হাউসের তীব্র প্রতিক্রিয়া এসেছে। এক বিবৃতিতে বলা হয়, “সাউথ পার্ক গত দুই দশক ধরে প্রাসঙ্গিকতা হারিয়েছে এবং এখন শুধুই মনোযোগ পাওয়ার জন্য দুর্বল ও পুরনো কনসেপ্ট ব্যবহার করছে।”

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, সাউথ পার্ক গত ২০ বছর ধরেই প্রাসঙ্গিক নয়। ছবি: সংগৃহীত

তবে সমালোচনার মাঝেও দর্শকদের মাঝে পর্বটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। আইএমডিবিতে এটি পেয়েছে ৯.৬ রেটিং, যেখানে আগের সিজনের প্রথম পর্ব পেয়েছিল মাত্র ৭.৩। ১৮-৪৯ বছর বয়সী দর্শকদের মধ্যে এটি ০.৯৯৬ রেটিং অর্জন করেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। সিজন ২৬-এর তুলনায় এবারের প্রিমিয়ার পর্বের দর্শকসংখ্যা বেড়েছে ১৫ শতাংশ।

কমেডি সেন্ট্রাল জানিয়েছে, এই পর্বটি ছিল সাউথ পার্ক ইতিহাসের সবচেয়ে বেশি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত পর্ব এবং প্রচারের দিনটিতে এটি ছিল সবচেয়ে আলোচিত টিভি অনুষ্ঠান।

এদিকে, সাউথ পার্ক নির্মাতারা প্যারামাউন্ট গ্লোবালের সঙ্গে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের বার্ষিক চুক্তি সই করেছেন, যার আওতায় আগামী পাঁচ বছরে ৫০টি নতুন পর্ব নির্মিত হবে। একই সঙ্গে পুরো সিরিজের আর্কাইভ স্থানান্তরিত হবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে।

রেকর্ড গড়া প্রথম পর্বের পর সিজন ২৭-এর দ্বিতীয় পর্ব প্রচারিত হবে ৬ আগস্ট।

সূত্র: হিন্দুস্তান টাইমসদ্য মিরর ইউএস