ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

সাংবাদিক হত্যার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ার কে ইট দিয়ে থেঁতলে দেওয়ার  ঘটনায় সংবাদ সম্মেলন করছে ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল সরকারি কলেজ শাখা।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব হাসানসহ ছাত্র অধিকার পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে কবি নজরুল সরকারি কলেজে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, আমরা এখানে দাঁড়িয়ে আছি এক গাশিউরে ওঠা হত্যাকাণ্ডের প্রতিবাদে। গাজীপুরে চাঁদাবাজির জেরে এক সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় এবং দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এই বর্বরতা কেবল একজন ব্যক্তির প্রাণনাশ নয় বরং এটি আমাদের বাকস্বাধীনতার, গণতন্ত্রের এবং মুক্ত সাংবাদিকতার প্রতি সরাসরি আঘাত।

তিনি বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকে হত্যা মানে আমাদের চোখকে অন্ধ করে দেওয়া। আমরা মনে করি এই ঘটনা রাষ্ট্রের ব্যর্থতা,  প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং অপরাধীদের পৃষ্ঠপোকতার নির্মম প্রতিফলন।আমরা কবি নজরুল সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদ এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নাহিদ আরো বলেন, একজন সাংবাদিকদের কলম থেমে গেলে,একটি জাতির বিবেক নিরব হয়ে যায়। সাংবাদিকরা নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করেন। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমাদের আন্দোলন আর থেমে থাকবে না, যতদিন না বিচার নিশ্চিত হয়। আমরা সকল ছাত্র সংগঠন, সচেতন নাগরিক ও প্রতিবাদী কন্ঠকে এই অন্যায়ের বিরুদ্ধে হওয়ার আহবান জানাই।

এই ঘটনায় সরকারের কাছে ৫ দফা দাবি জানান তারা। দাবি সমূহঃ

১. দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. সাংবাদিকের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখতে হবে ।

৩. সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও নিরাপত্তা দিতে হবে।

৪. প্রতিবাদী সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র, হয়রানি বা হুমকি প্রদানকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।

৫. সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালন এর সময় পুলিশ ও প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করতে হবে।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

সাংবাদিক হত্যার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

প্রকাশিত ০৪:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ার কে ইট দিয়ে থেঁতলে দেওয়ার  ঘটনায় সংবাদ সম্মেলন করছে ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল সরকারি কলেজ শাখা।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব হাসানসহ ছাত্র অধিকার পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে কবি নজরুল সরকারি কলেজে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, আমরা এখানে দাঁড়িয়ে আছি এক গাশিউরে ওঠা হত্যাকাণ্ডের প্রতিবাদে। গাজীপুরে চাঁদাবাজির জেরে এক সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় এবং দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এই বর্বরতা কেবল একজন ব্যক্তির প্রাণনাশ নয় বরং এটি আমাদের বাকস্বাধীনতার, গণতন্ত্রের এবং মুক্ত সাংবাদিকতার প্রতি সরাসরি আঘাত।

তিনি বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকে হত্যা মানে আমাদের চোখকে অন্ধ করে দেওয়া। আমরা মনে করি এই ঘটনা রাষ্ট্রের ব্যর্থতা,  প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং অপরাধীদের পৃষ্ঠপোকতার নির্মম প্রতিফলন।আমরা কবি নজরুল সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদ এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নাহিদ আরো বলেন, একজন সাংবাদিকদের কলম থেমে গেলে,একটি জাতির বিবেক নিরব হয়ে যায়। সাংবাদিকরা নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করেন। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমাদের আন্দোলন আর থেমে থাকবে না, যতদিন না বিচার নিশ্চিত হয়। আমরা সকল ছাত্র সংগঠন, সচেতন নাগরিক ও প্রতিবাদী কন্ঠকে এই অন্যায়ের বিরুদ্ধে হওয়ার আহবান জানাই।

এই ঘটনায় সরকারের কাছে ৫ দফা দাবি জানান তারা। দাবি সমূহঃ

১. দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. সাংবাদিকের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখতে হবে ।

৩. সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও নিরাপত্তা দিতে হবে।

৪. প্রতিবাদী সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র, হয়রানি বা হুমকি প্রদানকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।

৫. সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালন এর সময় পুলিশ ও প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করতে হবে।