ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

যবিপ্রবির ইইই বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৮৭ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের নবীন-বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নীচতলায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে ইইই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মেহেদী হাসান জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদি হাসান, মোঃ আল আমিন, প্রভাষক মোঃ রবিউল ইসলাম, শুভ দেব ও জাহেদুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইইই বিভাগের প্রভাষক মোঃ তারেকুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মেহেদী হাসান জুয়েল বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে বেশি যে তিনটি জিনিসের প্রতি গুরুত্বারোপ করা উচিৎ তা হলো পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম ও নেটওয়ার্কিং। এই কাজগুলো তোমাদের ভবিষ্যতে বহির্বিশ্বে প্রতিযোগিতায় নিজেদের এগিয়ে রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে শহীদ মসিয়ূর রহমান হলের (শ.ম.র.) প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান বলেন, নবীন শিক্ষার্থীরা আমাদের বিভাগের সম্পদ, আমাদের দেশের সম্পদ। আমাদের শমর হল প্রতিষ্ঠালগ্ন থেকেই সমৃদ্ধশালী, তাই আশা করি হলে তোমরা কোন সমস্যার সম্মুখীন হবে না।

ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি ইমরান খান বলেন, তোমরা আজ জীবনের একটি নতুন অধ্যায় এর সূচনা করতে যাচ্ছ যা তোমাদের জন্য একটি মাইলফলক। তবে সর্বদা মনে রেখ তোমরা এই দেশের মেহনতি মানুষের ট্যাক্সের টাকায় পড়াশোনা করেছ, তাদের তথা এই দেশের কাছে তোমরা ঋণী। তাই সততার সাথে পড়াশোনা করে দেশের কল্যাণে কাজ করে কিছুটা হলেও সেই ঋণ পরিশোধ করবে।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির ইইই ক্লাবের সভাপতি আহাদ হোসেন নিবিড় ও ৩য় বর্ষের শিক্ষার্থী খালেদা ইয়াসমিন মিম।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

যবিপ্রবির ইইই বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশিত ১০:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের নবীন-বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নীচতলায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে ইইই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মেহেদী হাসান জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদি হাসান, মোঃ আল আমিন, প্রভাষক মোঃ রবিউল ইসলাম, শুভ দেব ও জাহেদুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইইই বিভাগের প্রভাষক মোঃ তারেকুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মেহেদী হাসান জুয়েল বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে বেশি যে তিনটি জিনিসের প্রতি গুরুত্বারোপ করা উচিৎ তা হলো পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম ও নেটওয়ার্কিং। এই কাজগুলো তোমাদের ভবিষ্যতে বহির্বিশ্বে প্রতিযোগিতায় নিজেদের এগিয়ে রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে শহীদ মসিয়ূর রহমান হলের (শ.ম.র.) প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান বলেন, নবীন শিক্ষার্থীরা আমাদের বিভাগের সম্পদ, আমাদের দেশের সম্পদ। আমাদের শমর হল প্রতিষ্ঠালগ্ন থেকেই সমৃদ্ধশালী, তাই আশা করি হলে তোমরা কোন সমস্যার সম্মুখীন হবে না।

ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি ইমরান খান বলেন, তোমরা আজ জীবনের একটি নতুন অধ্যায় এর সূচনা করতে যাচ্ছ যা তোমাদের জন্য একটি মাইলফলক। তবে সর্বদা মনে রেখ তোমরা এই দেশের মেহনতি মানুষের ট্যাক্সের টাকায় পড়াশোনা করেছ, তাদের তথা এই দেশের কাছে তোমরা ঋণী। তাই সততার সাথে পড়াশোনা করে দেশের কল্যাণে কাজ করে কিছুটা হলেও সেই ঋণ পরিশোধ করবে।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির ইইই ক্লাবের সভাপতি আহাদ হোসেন নিবিড় ও ৩য় বর্ষের শিক্ষার্থী খালেদা ইয়াসমিন মিম।