যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহেদুর রহমান।
বুধবার (১৩ ই আগস্ট ) যবিপ্রবির রেজিস্টার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অধ্যাপক ড. মোঃ শাহেদুর রহমান যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি ভাতা ছাড়াও অন্যান্য সুবিধা পাবেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
