Ovijatra
ঢাকাSunday , 17 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

হাজারের অধিক শিক্ষার্থীদের নিয়ে শুরু হলো যবিপ্রবি’র আইইএলটিএস বিষয়ক প্রশিক্ষণ

Link Copied!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ‘তুমিই পারবে’ প্রোগ্রামের আওতায় ও জাস্ট রিসার্চ সোসাইটি’র সহযোগিতায় উদ্বোধন হলো তিন দিন ব্যাপী ‘How to start IELTS preparation’ বিষয়ক প্রশিক্ষণ সেমিনার। উদ্বোধনের প্রথম দিনে তিনটি ধাপে এ সেমিনার অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় হাজারের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রোববার (১৭ই আগস্ট) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরিফ হোসেন গ্যালারিতে সহকারী ছাত্র পরামর্শক মো. সাব্বির হোসেনের সঞ্চালনায় সেমিনারের উদ্ভোদন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

How to start IELTS preparation বিষয়ক এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি’র ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী সায়েদ আনোয়ার। এদিন আইইএলটিএস এর রাইটিং অংশের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের রিসোর্স ম্যাটেরিয়ালস্ হিসেবে তৈরি করার জন্য অনেক গুলো পরিকল্পনা হাতে নিয়েছি। আজকের এই আয়োজন তারই একটি অংশ। আমরা ভবিষ্যতে আরো অনেক প্লান মাথায় রেখেছি যা তোমাদেরকে আরো সমৃদ্ধ করবে।

তিনি আরো বলেন, তোমরা জানো আমরা ইতোমধ্যে মাস্টার্সে যারা থিসিস করবে তাদের জন্য ফেলোশিপ চালু করেছি, যা বাংলাদেশের মধ্যে নতুন। এই ফেলোশিপ তোমাদেরকে রিসার্চ এ আরো মনোযোগী করবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।