কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাব ( কেএনজিসি- ডিসি) কর্তৃক আয়োজিত ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় আমন্ত্রণমূলক বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় আমন্ত্রণমূলক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিতর্কের ফাইনালে “এই সংসদ (মহসিন) এনসিপি নয় বিএনপির হয়ে নির্বাচন করবে” এই মোশনে কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাব ও মেরিটাইম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রতিদ্বন্দ্বীমূলক বিতর্কে বিজয়ী হয় মেরিটাইম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি । এই বিতর্কে সেরা বিতার্কিক হয়েছেন কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের শাফায়েত আহমেদ।
এই প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুরুন নাহার । এছাড়া উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম ও সদস্য সচিব নাজমুল হাসান এবং ইসলামী ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখার সেক্রেটারি আরিফুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কবি নজরুল সরকারি কলেজ শাখার সম্পাদক রেজাউল করিম এবং কলেজের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা।
কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের সভাপতি আজম খান বলেন, ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আমরা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেছি। অর্গানাইজিং প্যানেলের সবার আন্তরিক প্রচেষ্টা ও পরিকল্পনায় এত সফল আয়োজন। এটা আসলে বুঝা যায়না প্রশাসনিক সহযোগিতা ছাড়া এতো সুন্দর আয়োজন কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাবের মতো একটি ক্লাব করতে পারে।পাশাপাশি বিচারকদের জানাই আন্তরিক ধন্যবাদ যারা কষ্ট করে পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে ছিল ।
তিনি আরও বলেন, এই প্রতিযোগিতায় ৫টি কলেজ এবং ৩টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। নকআউট পদ্ধতিতে কয়েক ধাপ অতিক্রম করে ফাইনালে ওঠে কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাব ও মেরিটাইম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। আজকে অনুষ্ঠিত ফাইনাল পর্বে বিজয়ী হয় মেরিটাইম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
এতো বড় আয়োজনে কেন কলেজের অধ্যক্ষ নেই এমন প্রশ্নের উত্তরে তিনি আক্ষেপ করে বলেন, অধ্যক্ষকে অতিথি না করার মূল কারণ হলো, তার কাছ থেকে আমরা কখনোই কোনো সহযোগিতা পাইনি। সেটা আর্থিক হোক বা অন্য কোনোভাবে। এমনকি রুম ব্যবহারের অনুমতি নিতে গেলেও তিনি বলেন, এতো প্রোগ্রামের জন্য তোমাদের কতবার রুম দেব? বিতর্ক ক্লাবের প্রতি ওনার এক ধরনের অনীহা চলে আসছে। সেই কারণেই প্রশাসনিক সহযোগিতা ছাড়া আমরা কলেজের সক্রিয় সংগঠনগুলোর সহযোগিতা নিয়েই এ আয়োজন করেছি।
