Ovijatra
ঢাকাWednesday , 27 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

যবিপ্রবির ম্যানেজমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যান ড. মোঃ ইমরান শেখ

Link Copied!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ম্যানেজমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যান হয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক ড. মোঃ ইমরান শেখ।

বুধবার (২৭ আগস্ট) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, সহকারী অধ্যাপক ড. মোঃ ইমরান শেখকে ২৫/০৮/২০২৫ খ্রি. তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান- এর চলতি দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।

এ বিষয়ে ড. মোঃ ইমরান শেখ বলেন, আমি চাই আমার নেতৃত্বে ম্যানেজমেন্ট বিভাগ আরো সামনের দিকে এগিয়ে যাক। এই বিভাগের শিক্ষার্থীরা খুবই পরিশ্রমী ও মেধাবী। আমাদের শিক্ষা কার্যক্রমগুলোকে কিভাবে আরো উন্নত করা যায় এবং পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর ক্যারিয়ার বিকাশে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমি সকল রকম পদক্ষেপ নিবো।

উল্লেখ্য, ড. মোঃ ইমরান শেখ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক (বিবিএ) এবং স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন। এর আগে তিনি বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ, মংলা (ডিগরাজ, বাগেরহাট)-এ ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।