ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

র‍্যানসমওয়্যার গ্রুপ ব্যবহার করছে টুল ‘ইডিআর কিলার’

র‍্যানসমওয়্যার গ্রুপ ব্যবহার করছে টুল ‘ইডিআর কিলার’

সফোসের গবেষণায় সম্প্রতি দেখা গেছে একাধিক র‍্যানসমওয়্যার গ্রুপ ইডিআর কিলার (এন্ডপয়েন্ট ডিটেকশন এন্ড রেসপন্স) নামে একটি নতুন টুল ব্যবহার করছে। ব্ল্যাকস্যুট, মেডুসা, কিলিন, ড্রাগনফোর্স এবং আইএনসি এর মতো র‍্যানসমওয়্যার গ্রুপ এবং বিভিন্ন আন্ডারগ্রাউন্ড মার্কেটপ্লেস এখন ইডিআর কিলার টুলটি ব্যবহার করে ইডিআর সিস্টেমে হামলা করছে। বেশ কয়েকটি সাইবার হামলার ঘটনায় এই ইডিআর কিলার শনাক্ত হয়েছে।

২০২২ সাল থেকে সফোসের অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো যত বেশি এন্ড পয়েন্ট সিকিউরিটি টুল ব্যবহার করছে, ম্যালওয়্যার ততই উন্নত হচ্ছে যাতে ইডিআর সিস্টেম বন্ধ করে দেওয়া যায়। সফোস সর্বশেষ যে এ্যান্টিভাইরাস কিলার টুল শনাক্ত করেছে সেগুলো হার্টক্রিপ্ট পরিষেবা আকারে পাওয়া গেছে যেখানে চুরি করা তথ্য ব্যবহার করা হয়েছে। সফোস, বিটডিফেন্ডার, সেন্টিনেলওয়ান, মাইক্রোসফট, ম্যাকাফি, ওয়েবরুটের মতো সাইবার সিকিউরিটি কোম্পানির প্রোডাক্টগুলোকে এই হামলার লক্ষ্যবস্তু করা হয়।

ইডিআর টুল কীভাবে কাজ করে, কীভাবে এটি একাধিক র‍্যানসমওয়্যার হামলায় ব্যবহৃত হচ্ছে এবং কীভাবে এর গতিবিধি শনাক্তকরণ সম্পর্কে তথ্য সম্প্রতি সফোসের ‘শেয়ারড সিক্রেট: ইডিআর কিলার ইন দ্য কিল চেইন’ শীর্ষক প্রতিবেদনে উঠে আসে। এই গবেষণা থেকে বোঝা যায় যে র‍্যানসমওয়্যার হামলার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হচ্ছে, এবং কীভাবে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো একই ধরনের কাস্টম টুল ব্যবহার করছে।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

র‍্যানসমওয়্যার গ্রুপ ব্যবহার করছে টুল ‘ইডিআর কিলার’

প্রকাশিত ০৯:১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সফোসের গবেষণায় সম্প্রতি দেখা গেছে একাধিক র‍্যানসমওয়্যার গ্রুপ ইডিআর কিলার (এন্ডপয়েন্ট ডিটেকশন এন্ড রেসপন্স) নামে একটি নতুন টুল ব্যবহার করছে। ব্ল্যাকস্যুট, মেডুসা, কিলিন, ড্রাগনফোর্স এবং আইএনসি এর মতো র‍্যানসমওয়্যার গ্রুপ এবং বিভিন্ন আন্ডারগ্রাউন্ড মার্কেটপ্লেস এখন ইডিআর কিলার টুলটি ব্যবহার করে ইডিআর সিস্টেমে হামলা করছে। বেশ কয়েকটি সাইবার হামলার ঘটনায় এই ইডিআর কিলার শনাক্ত হয়েছে।

২০২২ সাল থেকে সফোসের অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো যত বেশি এন্ড পয়েন্ট সিকিউরিটি টুল ব্যবহার করছে, ম্যালওয়্যার ততই উন্নত হচ্ছে যাতে ইডিআর সিস্টেম বন্ধ করে দেওয়া যায়। সফোস সর্বশেষ যে এ্যান্টিভাইরাস কিলার টুল শনাক্ত করেছে সেগুলো হার্টক্রিপ্ট পরিষেবা আকারে পাওয়া গেছে যেখানে চুরি করা তথ্য ব্যবহার করা হয়েছে। সফোস, বিটডিফেন্ডার, সেন্টিনেলওয়ান, মাইক্রোসফট, ম্যাকাফি, ওয়েবরুটের মতো সাইবার সিকিউরিটি কোম্পানির প্রোডাক্টগুলোকে এই হামলার লক্ষ্যবস্তু করা হয়।

ইডিআর টুল কীভাবে কাজ করে, কীভাবে এটি একাধিক র‍্যানসমওয়্যার হামলায় ব্যবহৃত হচ্ছে এবং কীভাবে এর গতিবিধি শনাক্তকরণ সম্পর্কে তথ্য সম্প্রতি সফোসের ‘শেয়ারড সিক্রেট: ইডিআর কিলার ইন দ্য কিল চেইন’ শীর্ষক প্রতিবেদনে উঠে আসে। এই গবেষণা থেকে বোঝা যায় যে র‍্যানসমওয়্যার হামলার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হচ্ছে, এবং কীভাবে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো একই ধরনের কাস্টম টুল ব্যবহার করছে।