Ovijatra
ঢাকাFriday , 12 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

জাবি উপাচার্যের পদত্যাগ চাইলেন ইবি জিয়া পরিষদের সভাপতি

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের পদত্যাগ চাইলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জমান খান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ করা উচিত।”

এ নিয়ে তিনি বলেন, “নির্বাচন সংক্রান্ত যে সমস্যা গুলো তৈরি হল এর একটা দায়িত্ব উপাচার্যের উপর বর্তায়। এত অনিয়ম, এত বড় সমস্যা সৃষ্টি হওয়ার পরে আমি তাঁর দায়িত্বে থাকার নৈতিক অবস্থান দেখিনা। আমার তো মনে হয় জাকসু নির্বাচনের প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন, সব জায়গায় ফেল করেছে। এত সেনসেটিভ একটা জিনিস মানুষ এত অবহেলা করে পরিচালনা করতে পারে না।

তিনি আরো বলেন, “উপাচার্য একজন জাতীয়তাবাদী সমর্থক হওয়ার পরও যদিও জাতীয়তাবাদী শিক্ষকরা তার প্ল্যানিং থেকে সরে যায়, জাতীয়তাবাদী ছাত্ররা তার সঙ্গ থেকে সরে যায়, তাহলে তাঁর দায়িত্ব পালনের জায়গাটা থাকে কোথায়? প্রশাসন পরিচালনায় যাদের সমর্থন তার বেশি পাওয়ার কথা তারাই যদি তার সাথে না থাকে তাহলে অনেক কাজের সাহায্যে প্রশাসন পরিচালনা করবেন?”

উল্লেখ্য , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল ছাড়াও আরও চারটি প্যানেলের প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ভোট বর্জন করে নির্বাচনি দায়িত্ব ছেড়েছেন বিএনপিপন্থী তিন শিক্ষক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।