ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

ইবি শিক্ষার্থীদের হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশনের উদ্যোগে ফিলিস্তিনি ২৫ পরিবারে খাদ্য সহায়তা

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৭:৫৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের গাজাবাসীর মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ‘হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশন’-এর ব্যানারে “ফুড প্রজেক্ট সেপ্টেম্বর-২০২৫” পরিচালনার মাধ্যমে এই সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সংগঠনটির প্রধান মো. রায়হান কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী এই প্রকল্পের উদ্যোগ নেন। তাদের সংগ্রহকৃত ৫০০ মার্কিন ডলার দিয়ে গাজায় ২৫টি পরিবারের মাঝে আটা বিতরণ করা হয়েছে; যা থেকে প্রায় ১৫০ মানুষ উপকৃত হবেন।

এর আগে গত জুলাই মাসে একই সংগঠনের মাধ্যমে “ফুড প্রজেক্ট জুলাই-২০২৫” পরিচালনা করে ৮০০ ডলার মূল্যের শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উদ্যোগটি বাস্তবায়নে যারা অগ্রণী ভূমিকা রাখেন তারা হলেন: মো. রায়হান কবির, ইয়াসিন আরাফাত, আলিনূর রহমান বাঁধন, জহিরুল ইসলাম, সজ্জাত হোসেন তামিম, জাহিদ হাসান, আশরাফুল ইসলাম, নাইম হাসান, মাসুদ রানা, সৌরভ হোসেন ও ইশতিয়াক হোসেন।

সংগঠনটির প্রধান মো. রায়হান কবির বলেন, “ফিলিস্তিনে একজন স্বেচ্ছাসেবীর সাথে যোগাযোগের পরেই সহযোগিতার এই উদ্যোগ শুরু। পরে স্থানীয় কিছু মানুষকে নিয়ে সংগঠনটি গড়ে তুলি। ইবিতে ভর্তির পর বন্ধুদের নিয়ে এটি আরও বিস্তার করি।”

গত ১ জুন প্রতিষ্ঠিত ‘হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশন’কে বিশ্ববিদ্যালয়ে একটি দাতব্য সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। ইতোমধ্যে শিক্ষকদের সাথে আলোচনা এবং গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

ইবি শিক্ষার্থীদের হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশনের উদ্যোগে ফিলিস্তিনি ২৫ পরিবারে খাদ্য সহায়তা

প্রকাশিত ০৭:৫৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের গাজাবাসীর মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ‘হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশন’-এর ব্যানারে “ফুড প্রজেক্ট সেপ্টেম্বর-২০২৫” পরিচালনার মাধ্যমে এই সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সংগঠনটির প্রধান মো. রায়হান কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী এই প্রকল্পের উদ্যোগ নেন। তাদের সংগ্রহকৃত ৫০০ মার্কিন ডলার দিয়ে গাজায় ২৫টি পরিবারের মাঝে আটা বিতরণ করা হয়েছে; যা থেকে প্রায় ১৫০ মানুষ উপকৃত হবেন।

এর আগে গত জুলাই মাসে একই সংগঠনের মাধ্যমে “ফুড প্রজেক্ট জুলাই-২০২৫” পরিচালনা করে ৮০০ ডলার মূল্যের শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উদ্যোগটি বাস্তবায়নে যারা অগ্রণী ভূমিকা রাখেন তারা হলেন: মো. রায়হান কবির, ইয়াসিন আরাফাত, আলিনূর রহমান বাঁধন, জহিরুল ইসলাম, সজ্জাত হোসেন তামিম, জাহিদ হাসান, আশরাফুল ইসলাম, নাইম হাসান, মাসুদ রানা, সৌরভ হোসেন ও ইশতিয়াক হোসেন।

সংগঠনটির প্রধান মো. রায়হান কবির বলেন, “ফিলিস্তিনে একজন স্বেচ্ছাসেবীর সাথে যোগাযোগের পরেই সহযোগিতার এই উদ্যোগ শুরু। পরে স্থানীয় কিছু মানুষকে নিয়ে সংগঠনটি গড়ে তুলি। ইবিতে ভর্তির পর বন্ধুদের নিয়ে এটি আরও বিস্তার করি।”

গত ১ জুন প্রতিষ্ঠিত ‘হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশন’কে বিশ্ববিদ্যালয়ে একটি দাতব্য সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। ইতোমধ্যে শিক্ষকদের সাথে আলোচনা এবং গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।