আর্থিক ভাবে অসচ্ছল স্নাতক চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে ফর্ম পূরণের জন্য আর্থিক সহযোগিতা করেছেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন ফরাজি ।
সোমবার (২২ সেপ্টেম্বর) ক্যাম্পাসে ওই শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। জানা গেছে, কবি নজরুল সরকারি কলেজের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে ফর্ম ফিলাপ করতে হিমশিম খাচ্ছিলেন । এ বিষয়ে জানার পরই কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহিন ফরাজি নিজ উদ্যোগে সেই অসচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ ও রাসেল খান রাহাত। এছাড়াও ছিলেন আহ্বায়ক সদস্য ফারহান আহমেদ সরোয়ার ও লিমন।
এ সময় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহিন ফরাজি বলেন, ছাত্রদল সবসময় অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। আর্থিক সংকটের কারণে যেন কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত না হয় সে লক্ষ্যে ছাত্রদল সর্বদা সচেষ্ট থাকবে।
















