হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ, ডায়াবেটিস ও প্রেসার নির্ণয়ের ক্যাম্পেইন করা হয়েছে। দুই দিন ব্যাপী এই ক্যাম্পেইনের আজ ছিল শেষ দিন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ব্লাড ডোনার ক্লাব সকাল থেকে বিকেল পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এই ক্যাম্পেইন পরিচালনা করেছেন। গতকাল সোমবারও (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এই ক্যাম্পেইন চলেছিল।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা হাবিবুল্লাহ বাহার কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, আমার রক্তের গ্রুপ জানা ছিল না। এতো দিন আসলে ভয়ে রক্ত পরীক্ষা করিনি। আজকে ক্লাস করতে এসে বন্ধুবান্ধব সবাই মিলে রক্তের গ্রুপ পরীক্ষা করলা। এমন আয়োজনের জন্য ছাত্রদলকে ধন্যবাদ।
ডায়াবেটিস পরীক্ষা করতে আসা আকবর হোসেন নামের একজন অভিভাবক বলেন, আমি আমার মেয়েকে নিয়ে কলেজে এসেছি। দেখলাম একদল যুবক রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করছে। এসে জানতে পারলাম ছাত্রদলের উদ্যোগে ফ্রিতে এই কাজ হচ্ছে। পরে আমি আমার ডায়াবেটিস পরীক্ষা করে নিয়েছি। ছাত্রদলের এমন উদ্যোগ সত্যি প্রশংসনী।
হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, আমরা বিনামূল্যে প্রায় তিন হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছি। এছাড়া দু’হাজারের অধিক মানুষের ডায়বেটিস ও প্রেসার নির্ণয় করেছি। এর মধ্যে অধিকাংশই শিক্ষার্থী ও অভিভাবক। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।
ছাত্রদলের এই নেতা আরো বলেন, ২০১৮ সালে আমি হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ব্লাড ডোনার ক্লাব প্রতিষ্ঠা করেছি। কিন্তু ছাত্রলীগের বাধায় সেসময় ক্যাম্পাসে তেমন কোন কার্যক্রম পরিচালনা করতে পারিনি। তবে শিক্ষার্থীদের প্রয়োজনে সবসময় পাশে ছিলাম। রক্ত সংগ্রহ করে দেওয়া থেকে অসহায় শিক্ষার্থীদের চিকিৎসার সহযোগিতা সবকিছু করেছি।
















