ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে রবি ও সেভ দ্য চিলড্রেন একসাথে কাজ করবে

তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে একসাথে কাজ করবে রবি ও সেভ দ্য চিলড্রেন

দেশের কিশোর ও তরুণদের ডিজিটাল অন্তর্ভুক্তি ও দক্ষতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে রবি আজিয়াটা পিএলসি ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ। এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দু’টি।

সম্প্রতি রাজধানীতে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এএসএম রহমত উল্লাহ এবং রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। এটি উভয় প্রতিষ্ঠানের এমন একটি উদ্যোগ, যার মাধ্যমে তরুণদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সক্ষম করে তোলা হবে, যাতে তারা দেশের গুরুত্বপূর্ণ ও উদীয়মান খাতে নিজেদের সম্পৃক্ততা ও অগ্রগতি ত্বরান্বিত করতে পারে।

এই অংশীদারিত্বের আওতায় সারাদেশে কিশোর ও তরুণদের ডিজিটাল স্কিল, উদ্যোক্তা ও ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। অংশগ্রহণকারীরা ইন্টারনেট সংযোগসহ ডিজিটাল কানেক্টিভিটির সহায়তাও পাবেন, যাতে তারা দক্ষতা অর্জনের পাশাপাশি ডিজিটাল জগতে সহজেই সম্পৃক্ত হতে পারেন।

এছাড়াও ডিজিটাল দক্ষতা বৃদ্ধি বিষয়ক বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করবে রবি ও সেভ দ্য চিলড্রেন। যুব ও কিশোর-কিশোরী-কেন্দ্রিক কমিউনিটি হাবগুলোর সক্ষমতা বাড়ানো, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে উদ্ভাবনী ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমও হাতে নেওয়া হবে।

অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এএসএম রহমত উল্লাহ বলেন,”দেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগাতে ডিজিটাল শিক্ষা ও অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক তরুণ এখনও প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দিতে পারব, যা তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে সহায়তা করবে।”

রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, “প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা বদ্ধপরিকর। তরুণদের ডিজিটাল দক্ষতা তৈরি এবং তাদের কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। সেভ দ্য চিলড্রেনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল অন্তর্ভুক্তির সুযোগ আরও বিস্তৃত হবে এবং কিশোর ও তরুণরা নিজেদের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাবে।”

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে রবি ও সেভ দ্য চিলড্রেন একসাথে কাজ করবে

প্রকাশিত ১১:২৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

দেশের কিশোর ও তরুণদের ডিজিটাল অন্তর্ভুক্তি ও দক্ষতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে রবি আজিয়াটা পিএলসি ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ। এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দু’টি।

সম্প্রতি রাজধানীতে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এএসএম রহমত উল্লাহ এবং রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। এটি উভয় প্রতিষ্ঠানের এমন একটি উদ্যোগ, যার মাধ্যমে তরুণদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সক্ষম করে তোলা হবে, যাতে তারা দেশের গুরুত্বপূর্ণ ও উদীয়মান খাতে নিজেদের সম্পৃক্ততা ও অগ্রগতি ত্বরান্বিত করতে পারে।

এই অংশীদারিত্বের আওতায় সারাদেশে কিশোর ও তরুণদের ডিজিটাল স্কিল, উদ্যোক্তা ও ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। অংশগ্রহণকারীরা ইন্টারনেট সংযোগসহ ডিজিটাল কানেক্টিভিটির সহায়তাও পাবেন, যাতে তারা দক্ষতা অর্জনের পাশাপাশি ডিজিটাল জগতে সহজেই সম্পৃক্ত হতে পারেন।

এছাড়াও ডিজিটাল দক্ষতা বৃদ্ধি বিষয়ক বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করবে রবি ও সেভ দ্য চিলড্রেন। যুব ও কিশোর-কিশোরী-কেন্দ্রিক কমিউনিটি হাবগুলোর সক্ষমতা বাড়ানো, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে উদ্ভাবনী ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমও হাতে নেওয়া হবে।

অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এএসএম রহমত উল্লাহ বলেন,”দেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগাতে ডিজিটাল শিক্ষা ও অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক তরুণ এখনও প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দিতে পারব, যা তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে সহায়তা করবে।”

রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, “প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা বদ্ধপরিকর। তরুণদের ডিজিটাল দক্ষতা তৈরি এবং তাদের কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। সেভ দ্য চিলড্রেনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল অন্তর্ভুক্তির সুযোগ আরও বিস্তৃত হবে এবং কিশোর ও তরুণরা নিজেদের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাবে।”