ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার দেশটির মিন্ডানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের উপকূলে ৭.৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের পরপরই দেশটির ভূতাত্ত্বিক সংস্থা উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা ঘোষণা করেছে এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির (PHIVOLCS) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মানায় শহরের উপকূলবর্তী এলাকায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। সংস্থাটি জানায়, এই কম্পনের ফলে আশেপাশের এলাকায় একাধিক আফটারশক বা পরাঘাতের আশঙ্কা রয়েছে।

ভূমিকম্পের পর সতর্কবার্তায় জানানো হয়, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ উপকূলে আঘাত হানতে পারে। বিশেষ করে সংকীর্ণ উপসাগর ও প্রণালিগুলোর কাছে ঢেউয়ের তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সিসমোলজি ইনস্টিটিউট উপকূলীয় অঞ্চলের মানুষদের দ্রুত উঁচু স্থানে বা মূল ভূখণ্ডের অভ্যন্তরে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন উদ্ধার ও জরুরি ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে।

এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত—যেখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রায়ই ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্পের অভিজ্ঞতা অর্জন করেছে।

সূত্র: আল জাজিরা

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার দেশটির মিন্ডানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের উপকূলে ৭.৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের পরপরই দেশটির ভূতাত্ত্বিক সংস্থা উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা ঘোষণা করেছে এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির (PHIVOLCS) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মানায় শহরের উপকূলবর্তী এলাকায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। সংস্থাটি জানায়, এই কম্পনের ফলে আশেপাশের এলাকায় একাধিক আফটারশক বা পরাঘাতের আশঙ্কা রয়েছে।

ভূমিকম্পের পর সতর্কবার্তায় জানানো হয়, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ উপকূলে আঘাত হানতে পারে। বিশেষ করে সংকীর্ণ উপসাগর ও প্রণালিগুলোর কাছে ঢেউয়ের তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সিসমোলজি ইনস্টিটিউট উপকূলীয় অঞ্চলের মানুষদের দ্রুত উঁচু স্থানে বা মূল ভূখণ্ডের অভ্যন্তরে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন উদ্ধার ও জরুরি ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে।

এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত—যেখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রায়ই ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্পের অভিজ্ঞতা অর্জন করেছে।

সূত্র: আল জাজিরা