ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

পল্টনের ঘটনায় জামায়াতকে ধন্যবাদ জানালেন ভিপি নুর

রাজধানীর পুরানা পল্টনে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শনিবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নুর এই ধন্যবাদ জানান।

ফেসবুক পোস্টে নুর লেখেন, “পল্টনে আজকে ফ্যাসিবাদের দোসরদের দমনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ভূমিকার জন্য ধন্যবাদ। ফ্যাসিবাদের প্রশ্নে কোনো ছাড় নয়। যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিবে, তাদের বিরুদ্ধেই আমাদের ঐক্য হবে।”

আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে অনুমতি ছাড়া সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি। পুলিশি বাধার মুখে সমাবেশটি ভণ্ডুল হয়ে যায়। এতে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা।

জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “আমাদের কর্মসূচি ছিল সংক্ষিপ্ত ও শান্তিপূর্ণ। কোনো বিশৃঙ্খলা ছাড়াই আমরা বক্তব্য দিতে চেয়েছিলাম। কিন্তু সম্পূর্ণ অযাচিতভাবে সমাবেশটি ভণ্ডুল করে দেওয়া হয়েছে।”

অন্যদিকে, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “জাতীয় পার্টি অনুমতির জন্য আবেদন করেছিল, কিন্তু তা গ্রহণ করা হয়নি। রাস্তার ওপর সমাবেশ করার অনুমতি ছিল না।”

এদিকে সন্ধ্যার দিকে রাজধানীর পল্টন এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিছিল ও বিক্ষোভ করেন। এ সময় তারা ফ্যাসিবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং বক্তব্যে সরকারবিরোধী অবস্থান তুলে ধরেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নুরুল হক নুরের পোস্টটি আলোচনায় আসে। অনেকে তার বক্তব্যের প্রশংসা করলেও কেউ কেউ সমালোচনাও করেছেন।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

পল্টনের ঘটনায় জামায়াতকে ধন্যবাদ জানালেন ভিপি নুর

প্রকাশিত ০৮:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

রাজধানীর পুরানা পল্টনে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শনিবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নুর এই ধন্যবাদ জানান।

ফেসবুক পোস্টে নুর লেখেন, “পল্টনে আজকে ফ্যাসিবাদের দোসরদের দমনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ভূমিকার জন্য ধন্যবাদ। ফ্যাসিবাদের প্রশ্নে কোনো ছাড় নয়। যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিবে, তাদের বিরুদ্ধেই আমাদের ঐক্য হবে।”

আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে অনুমতি ছাড়া সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি। পুলিশি বাধার মুখে সমাবেশটি ভণ্ডুল হয়ে যায়। এতে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা।

জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “আমাদের কর্মসূচি ছিল সংক্ষিপ্ত ও শান্তিপূর্ণ। কোনো বিশৃঙ্খলা ছাড়াই আমরা বক্তব্য দিতে চেয়েছিলাম। কিন্তু সম্পূর্ণ অযাচিতভাবে সমাবেশটি ভণ্ডুল করে দেওয়া হয়েছে।”

অন্যদিকে, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “জাতীয় পার্টি অনুমতির জন্য আবেদন করেছিল, কিন্তু তা গ্রহণ করা হয়নি। রাস্তার ওপর সমাবেশ করার অনুমতি ছিল না।”

এদিকে সন্ধ্যার দিকে রাজধানীর পল্টন এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিছিল ও বিক্ষোভ করেন। এ সময় তারা ফ্যাসিবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং বক্তব্যে সরকারবিরোধী অবস্থান তুলে ধরেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নুরুল হক নুরের পোস্টটি আলোচনায় আসে। অনেকে তার বক্তব্যের প্রশংসা করলেও কেউ কেউ সমালোচনাও করেছেন।