হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সফলভাবে সম্পন্ন হয়েছে দুইদিনব্যাপী ফার্স্ট এইড ট্রেনিং কর্মশালা।
বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট টিম (Bangladesh Red Crescent Society, HSTU Team ) এর আয়োজনে এবং দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগীতায় এই প্রশিক্ষণ কর্মসূচি গত ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে মোট ৬০ জন সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রাথমিক চিকিৎসা, দুর্ঘটনার সময় করণীয়, আহত ব্যক্তিকে নিরাপদে স্থানান্তর, রক্তপাত নিয়ন্ত্রণসহ জরুরি অবস্থায় জীবনরক্ষাকারী বিভিন্ন কৌশল সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মেহেদী হাসান এবং বিশাল। তারা ফার্স্ট এইড বিষয়ক বাস্তব অভিজ্ঞতা ও ব্যবহারিক দিক তুলে ধরেন। তাদের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা মাঠপর্যায়ে অনুশীলনের সুযোগ পান।
হাবিপ্রবি রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা ফার্স্ট এইড বিষয়ে সচেতনতা ও দক্ষতা অর্জন করে যেকোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা প্রদানে সক্ষম হবে।
















