জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনিসেফ এর জেনারেশন আনলিমিটেড প্রোগ্রাম যৌথভাবে আয়োজিত ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ এর রংপুর বিভাগীয় অঞ্চলে জয়ী হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি ) শিক্ষার্থীদের টিম প্রজেক্ট স্বপ্নবুনন এবং প্রজেক্ট সুপারজেন।
প্রতিযোগিতায় রংপুর বিভাগের ১৩১টি দলের ভেতর বুটকাম্প এর জন্য সিলেক্টেড হয়েছিল ১১ টা টিম। তিন দিনের রেজেন্টিয়াল বুটক্যাম্পে ফাইনাল পিচ ডে তে বিজয়ী হয় হাবিপ্রবির ২টি টিম। পরবর্তীতে এই দুটি দল জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
ইভেন্টে অংশগ্রহণকারী দলগুলো তাদের উদ্ভাবনী প্রজেক্টগুলোর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করেছে। এতে বেশ কয়েকটি দল পরিবেশগত টেকসইতা, নবায়নযোগ্য শক্তি এবং উদ্ভাবনী কৃষি সমাধানের উপর জোর দিয়েছে।
বিজয়ী টিম “প্রজেক্ট স্বপ্নবুনন” একটি সামাজিক উদ্যোগ যা দর্জির দোকানের ফেলে দেওয়া কাপড়ের বর্জ্যকে নতুনভাবে জীবন্ত করে তোলে। পোষাক শিল্পের ফেলে দেওয়া কাপড় সংগ্রহ করে স্থানীয় নারীদের হাতে তৈরি পরিবেশবান্ধব ব্যাগ, মানিব্যাগ, ও হস্তশিল্পে রূপান্তর করে। স্বপ্নবুনন এর লক্ষ্য হলো বস্ত্রবর্জ্য কমানো, পরিবেশ দূষণ রোধ করা এবং নারীদের টেকসই আয়ের সুযোগ সৃষ্টি করা — অর্থাৎ “বর্জ্য থেকে সৃষ্টিতে, আর নারীর হাতে স্বপ্নের বুনন।





















