ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

শিবিরের পর এবার বিজেএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সুবিধার দাবি ছাত্রদলের

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৯:৪৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৮৬ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীদের অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় যাতায়াতের ভোগান্তি কমাতে ছাত্রশিবিরের পর এবার পরিবহন সুবিধা প্রদানের দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কার্যালয়ে এই দাবিতে স্মারকলিপি দেয় সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য-সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ অন্যান্য নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, আগামী ১ নভেম্বর ঢাকার বিভিন্ন কেন্দ্রে ১৮তম বিজেএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের তিনটি বিভাগ থেকে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন; তাদের যাতায়াতের ভোগান্তি কমিয়ে সুস্থ ও স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশগ্রহণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্তব্যের আওতাধীন। উক্ত পরীক্ষায় পরিবহন সেবা প্রদান সুদূরপ্রসারী প্রভাব রাখবে। তাই পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত পরিবহন সুবিধা প্রদান করবার আবেদন জানানো হয়।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আমরা পরিবহন প্রশাসকের মাধ্যমে ভিসি স্যারের কাছে স্মারকলিপি দিয়েছি। বিসিএস পরীক্ষার্থীদের মতো আশা করি বিজেএস পরীক্ষার্থীদের সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির পাশে শাখা ছাত্রদল পাশে থাকবে।”

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, ‘আমার কাছে ছাত্রদলসহ বিভিন্ন পক্ষ দাবি নিয়ে আসছিলেন। আমি ফরমালি ভিসি স্যারকে অবগত করেছি। বাকিটা ভিসি মহোদয় সিদ্ধান্ত নিবেন।’

উল্লেখ্য, গত রবিবার (১২ অক্টোবর) বিসিএস পরীক্ষার বাস সুবিধা প্রদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে একই সাথে আগামী অনুষ্ঠিতব্য বিজেএস পরীক্ষায় অংশগ্রহণকারী ইবিয়ান শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বাস সার্ভিস প্রদানের দাবি জানায় শাখা ছাত্রশিবির।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

শিবিরের পর এবার বিজেএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সুবিধার দাবি ছাত্রদলের

প্রকাশিত ০৯:৪৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীদের অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় যাতায়াতের ভোগান্তি কমাতে ছাত্রশিবিরের পর এবার পরিবহন সুবিধা প্রদানের দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কার্যালয়ে এই দাবিতে স্মারকলিপি দেয় সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য-সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ অন্যান্য নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, আগামী ১ নভেম্বর ঢাকার বিভিন্ন কেন্দ্রে ১৮তম বিজেএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের তিনটি বিভাগ থেকে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন; তাদের যাতায়াতের ভোগান্তি কমিয়ে সুস্থ ও স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশগ্রহণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্তব্যের আওতাধীন। উক্ত পরীক্ষায় পরিবহন সেবা প্রদান সুদূরপ্রসারী প্রভাব রাখবে। তাই পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত পরিবহন সুবিধা প্রদান করবার আবেদন জানানো হয়।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আমরা পরিবহন প্রশাসকের মাধ্যমে ভিসি স্যারের কাছে স্মারকলিপি দিয়েছি। বিসিএস পরীক্ষার্থীদের মতো আশা করি বিজেএস পরীক্ষার্থীদের সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির পাশে শাখা ছাত্রদল পাশে থাকবে।”

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, ‘আমার কাছে ছাত্রদলসহ বিভিন্ন পক্ষ দাবি নিয়ে আসছিলেন। আমি ফরমালি ভিসি স্যারকে অবগত করেছি। বাকিটা ভিসি মহোদয় সিদ্ধান্ত নিবেন।’

উল্লেখ্য, গত রবিবার (১২ অক্টোবর) বিসিএস পরীক্ষার বাস সুবিধা প্রদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে একই সাথে আগামী অনুষ্ঠিতব্য বিজেএস পরীক্ষায় অংশগ্রহণকারী ইবিয়ান শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বাস সার্ভিস প্রদানের দাবি জানায় শাখা ছাত্রশিবির।