ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ইকসু) গঠনতন্ত্রের খসড়ায় নতুন করে “ধর্ম বিষয়ক সম্পাদক” পদ যোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় ইউজিসিতে পাঠানোর জন্য অনুমোদন দেওয়া গঠনতন্ত্রের চূড়ান্ত খসড়াতে পদটি সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।
ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সূত্রে জানা যায়, পূর্ববর্তী খসড়ায় এই পদটি না থাকলেও সিন্ডিকেট সভায় এটিকে অন্তর্ভুক্ত করা হয়। তবে মোট পদসংখ্যা ২৫-ই রাখা হয়েছে, যেখানে নির্বাহী সদস্য ৬ জনের বদলে ৫ জন নির্ধারণ করা হয়েছে।
ইকসুর অন্যান্য পদগুলোর মধ্যে রয়েছে — সভাপতি, কোষাধ্যক্ষ, সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহকারী সাধারণ সম্পাদক (এজিএস), মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সমাজ কল্যাণ ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক, ক্যারিয়ার, শিক্ষা ও গবেষণা প্রকাশনা সম্পাদক, শিক্ষার্থী পরিবহন সম্পাদক, দপ্তর সম্পাদক, পাঠাগার ও সেমিনার সম্পাদক, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, এবং নির্বাহী সদস্য ৫ জন।
উল্লেখ্য, ২৫ টি পদের মধ্যে ২৩টি পদে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন। বাকি দুটি পদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদাধিকারবলে ছাত্র সংসদের সভাপতি এবং তার মনোনীত একজন শিক্ষক ছাত্র সংসদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
















