ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

ইকসু গঠনতন্ত্রে যুক্ত হলো ‘ধর্ম বিষয়ক সম্পাদক’ পদ

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০২:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৬৭ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ইকসু) গঠনতন্ত্রের খসড়ায় নতুন করে “ধর্ম বিষয়ক সম্পাদক” পদ যোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় ইউজিসিতে পাঠানোর জন্য অনুমোদন দেওয়া গঠনতন্ত্রের চূড়ান্ত খসড়াতে পদটি সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।

ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সূত্রে জানা যায়, পূর্ববর্তী খসড়ায় এই পদটি না থাকলেও সিন্ডিকেট সভায় এটিকে অন্তর্ভুক্ত করা হয়। তবে মোট পদসংখ্যা ২৫-ই রাখা হয়েছে, যেখানে নির্বাহী সদস্য ৬ জনের বদলে ৫ জন নির্ধারণ করা হয়েছে।

ইকসুর অন্যান্য পদগুলোর মধ্যে রয়েছে — সভাপতি, কোষাধ্যক্ষ, সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহকারী সাধারণ সম্পাদক (এজিএস), মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সমাজ কল্যাণ ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক, ক্যারিয়ার, শিক্ষা ও গবেষণা প্রকাশনা সম্পাদক, শিক্ষার্থী পরিবহন সম্পাদক, দপ্তর সম্পাদক, পাঠাগার ও সেমিনার সম্পাদক, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, এবং নির্বাহী সদস্য ৫ জন।

উল্লেখ্য, ২৫ টি পদের মধ্যে ২৩টি পদে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন। বাকি দুটি পদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদাধিকারবলে ছাত্র সংসদের সভাপতি এবং তার মনোনীত একজন শিক্ষক ছাত্র সংসদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

ইকসু গঠনতন্ত্রে যুক্ত হলো ‘ধর্ম বিষয়ক সম্পাদক’ পদ

প্রকাশিত ০২:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ইকসু) গঠনতন্ত্রের খসড়ায় নতুন করে “ধর্ম বিষয়ক সম্পাদক” পদ যোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় ইউজিসিতে পাঠানোর জন্য অনুমোদন দেওয়া গঠনতন্ত্রের চূড়ান্ত খসড়াতে পদটি সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।

ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সূত্রে জানা যায়, পূর্ববর্তী খসড়ায় এই পদটি না থাকলেও সিন্ডিকেট সভায় এটিকে অন্তর্ভুক্ত করা হয়। তবে মোট পদসংখ্যা ২৫-ই রাখা হয়েছে, যেখানে নির্বাহী সদস্য ৬ জনের বদলে ৫ জন নির্ধারণ করা হয়েছে।

ইকসুর অন্যান্য পদগুলোর মধ্যে রয়েছে — সভাপতি, কোষাধ্যক্ষ, সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহকারী সাধারণ সম্পাদক (এজিএস), মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সমাজ কল্যাণ ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক, ক্যারিয়ার, শিক্ষা ও গবেষণা প্রকাশনা সম্পাদক, শিক্ষার্থী পরিবহন সম্পাদক, দপ্তর সম্পাদক, পাঠাগার ও সেমিনার সম্পাদক, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, এবং নির্বাহী সদস্য ৫ জন।

উল্লেখ্য, ২৫ টি পদের মধ্যে ২৩টি পদে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন। বাকি দুটি পদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদাধিকারবলে ছাত্র সংসদের সভাপতি এবং তার মনোনীত একজন শিক্ষক ছাত্র সংসদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।