মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি )স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পের আয়োজন করে যবিপ্রবি ব্লাড ব্যাংক।
ক্যাম্পে অংশগ্রহণ করে স্কুলের ৩য় থেকে ১০ম শ্রেণির প্রায় ২০০ জন শিক্ষার্থী। এছাড়া এই ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে তাদের নিজেদের রক্তের গ্রুপ, স্বাস্থ্য সচেতনতা ও রক্তদানের মানবিক মূল্যবোধ সম্পর্কে ধারণা লাভ করেন।
যবিপ্রবি ব্লাড ব্যাংকের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, রক্তদান মানবতার সেবায় একটি অমূল্য ও পবিত্র কাজ। অনেকেই নিজের রক্তের গ্রুপ জানেন না, তাই এই ক্যাম্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাস্ট ব্লাড ব্যাংকের এই উদ্যোগ রক্তের অভাবে প্রাণহানি রোধে মানবতার পথে এক অনুপ্রেরণামূলক পদক্ষেপ।
সাধারণ সম্পাদক মূতজা বশীর বলেন, এই উদ্যোগে শিক্ষার্থীরা রক্তের গ্রুপ জানবে, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে এবং রক্তদানের মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হবে। আমরা বিশ্বাস করি—‘এক ফোঁটা রক্ত, একটি প্রাণ—মানবতার অনন্য দান।’
উল্লেখ্য,যবিপ্রবি ব্লাড ব্যাংক নিয়মিতভাবে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। বছরে প্রায় ৫-৬ বার তারা এমন ক্যাম্প আয়োজন করে থাকেন।





















