হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনা করে ছাত্রদল নেতা সাগর এক মানবিক উদ্যোগ নিয়েছেন। আজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জিয়া হল এবং মেয়েদের রোকেয়া হল, ফয়জুনন্নেসা হল ও খুরশিদ জাহান হক হলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য আয়রন মেশিন প্রদান করা হয়েছে।
সাগর জানান, অনেক শিক্ষার্থীর ব্যক্তিগত আয়রন মেশিন না থাকায় কিংবা হঠাৎ জরুরি প্রয়োজনে পোশাক আয়রন করার প্রয়োজন হলে তারা সমস্যায় পড়েন। শিক্ষার্থীদের সেই প্রয়োজন মেটাতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।
প্রতিটি হলে আয়রন মেশিনটি সংশ্লিষ্ট হল অফিসে রাখা হয়েছে, যাতে যে কোনো শিক্ষার্থী সহজেই ব্যবহার করতে পারেন। ব্যবহারের জন্য হল অফিসে একটি রেজিস্ট্রার খাতা রাখা হয়েছে—যেখানে প্রয়োজনীয় তথ্য লিখে আয়রন নেওয়া ও ফেরত দেওয়ার নিয়ম করা হয়েছে।
ছাত্রদল নেতা সাগর শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান, দ্রুত কাজ শেষ করে যেন সবাই মেশিনটি হল অফিসে ফেরত দেন, যাতে অন্যরাও সুবিধা নিতে পারেন।
হলে থাকা এক শিক্ষার্থী বলেন, এই ধরনের উদ্যোগ আমাদের দৈনন্দিন জীবন কে সহজ করে তুলবে, এই ধরনের উদ্যোগ গ্রহনের জন্য সাগর ভাইকে ধন্যবাদ।
এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রশংসার সৃষ্টি করেছে। অনেকেই এমন মানবিক পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে কিছু দিন আগে ছাত্রদল নেতা সাগর প্রতিটি হলে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করেছেন।




















