ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অংশীজন অন্তর্ভুক্তিতে সরকারের অনাগ্রহ নিয়ে উদ্বিগ্ন তামাক শিল্প Logo ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটিতে কবি নজরুল কলেজের উবায়দুল্লাহ, তাজিম Logo শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ক্র্যাবে’র শ্রদ্ধা নিবেদন Logo শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাবিতে আলোকচিত্র প্রদর্শনী Logo যথাযথ মর্যাদায় যবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন Logo জাবি রোভার স্কাউটসের সভাপতি খায়রুল, সম্পাদক তাওফিক Logo শহীদ বুদ্ধিজীবী দিবসে জাবিতে ছাত্রশক্তির আয়োজনে প্রামাণ্য চিত্র প্রদর্শন Logo জাবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত Logo জাবির নবনির্মিত ছয় আবাসিক হলে গ্যাস সংযোগ উদ্বোধন Logo শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার হত্যার হুমকি

বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বাকৃবিতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

‘আঠাশের আহ্বান, নিঃস্বার্থ হোক রক্তদান’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রক্তদাতা সংগঠন বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে বাঁধন বাকৃবি জোনাল পরিষদ দিবসটি উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষের সামনে থেকে শুরু হয়। প‌রে কামাল রঞ্জিত মার্কেট প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে হয়ে বাঁধনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সংগঠনের ২৮ বছর পূর্তি উপলক্ষে তাদের কার্যালয়ে কেক কাটা হয়।

আলোচনা সভায় সংগঠনটির সভাপতি আব্দুস সামাদ রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহম্মেদ পরাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকী। এ ছাড়া সংগঠনটির প্রায় শতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, “বাঁধনের প্রতিটি সদস্য মানুষের কল্যাণ এবং জীবন রক্ষার্থে কাজ করে। এই সংগঠন‌টি নিঃস্বার্থ পরিশ্রমের সাফল্য নিয়ে আরও একটি বছর পার করল। এক মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ১৯৯৭ সালে বাকৃবিতে সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল।

মানুষের জীবন–মরণের সন্ধিক্ষণে রক্তের খুব প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে প্রিয়জনের জন্য রক্তের ব্যবস্থা করতে অনেকে দিশেহারা হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে মানুষ বাঁধনকে পাশে পায়। সংগঠনের সদস্যরা নিজেরা রক্তদান ও রক্তসংগ্রহ করে মুমূর্ষু রোগীর জীবন বাঁচায়—যা নিঃসন্দেহে পুণ্যের কাজ।”

জনপ্রিয়

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অংশীজন অন্তর্ভুক্তিতে সরকারের অনাগ্রহ নিয়ে উদ্বিগ্ন তামাক শিল্প

বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বাকৃবিতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত ১০:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

‘আঠাশের আহ্বান, নিঃস্বার্থ হোক রক্তদান’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রক্তদাতা সংগঠন বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে বাঁধন বাকৃবি জোনাল পরিষদ দিবসটি উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষের সামনে থেকে শুরু হয়। প‌রে কামাল রঞ্জিত মার্কেট প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে হয়ে বাঁধনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সংগঠনের ২৮ বছর পূর্তি উপলক্ষে তাদের কার্যালয়ে কেক কাটা হয়।

আলোচনা সভায় সংগঠনটির সভাপতি আব্দুস সামাদ রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহম্মেদ পরাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকী। এ ছাড়া সংগঠনটির প্রায় শতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, “বাঁধনের প্রতিটি সদস্য মানুষের কল্যাণ এবং জীবন রক্ষার্থে কাজ করে। এই সংগঠন‌টি নিঃস্বার্থ পরিশ্রমের সাফল্য নিয়ে আরও একটি বছর পার করল। এক মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ১৯৯৭ সালে বাকৃবিতে সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল।

মানুষের জীবন–মরণের সন্ধিক্ষণে রক্তের খুব প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে প্রিয়জনের জন্য রক্তের ব্যবস্থা করতে অনেকে দিশেহারা হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে মানুষ বাঁধনকে পাশে পায়। সংগঠনের সদস্যরা নিজেরা রক্তদান ও রক্তসংগ্রহ করে মুমূর্ষু রোগীর জীবন বাঁচায়—যা নিঃসন্দেহে পুণ্যের কাজ।”