জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নতুন করে বেশ কিছু মূল্যবান ও প্রয়োজনীয় ওষুধ যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের সেবা গ্রহণের সময় আইডি কার্ড প্রদর্শন করতে হবে এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ বেতন আইডি নম্বর বলতে হবে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টায় প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব ওষুধ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান গ্রহণ করেন এবং পরে মেডিক্যাল সেন্টারে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) ও চিকিৎসাকেন্দ্রের প্রধান উপদেষ্টা অধ্যাপক সোহেল আহমেদ জানান, আমাদের বর্তমান শিক্ষার্থীরা এসব মূল্যবান ঔষধ থেকে উপকার পাবে। এসব মূল্যবান ঔষধ চিকিৎসাকেন্দ্রে যুক্ত হবার ফলে দীর্ঘদিন ধরে চিকিৎসা কেন্দ্র সম্পর্কে অংশীজনের মধ্যে যে অসন্তোষ ছিলো তা দূর হবে। নাপা সেন্টার অভিধা থেকে এ বিশ্ববিদ্যালয় একটি পরিপূর্ণ মেডিক্যাল সেন্টার পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান মেডিক্যাল অফিসার ডা. মো. শামছুর রহমান, জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা, স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক, কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতীসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের দায়িত্ব গ্রহণের পর চিকিৎসাকেন্দ্রে বিস্তৃত সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে পুরুষ ও নারী ওয়ার্ডের ওয়াল টাইলস স্থাপন, নার্স রুমের টাইলস করণ, নেবুলাইজার রুমে ফ্লোর ও ওয়াল টাইলস, ছয়টি ডাক্তারের কক্ষে টাইলস, চারটি কক্ষে গিজার স্থাপন, প্যাথলজি রুমে ওয়াল টাইলস, ফার্মাসিস্ট রুমের চলমান সংস্কার, নামাজ কক্ষে টাইলস, ফিজিওথেরাপি রুমে বড় পরিসরে সংস্কার (দরজা-জানালা পরিবর্তন, ফ্লোর-ওয়াল টাইলস ও নতুন কমোড), রাতের ডিউটির ডাক্তারদের বিশ্রামকক্ষের টাইলস স্থাপন, এম্বুলেন্স ড্রাইভারদের বিশ্রামকক্ষ সংস্কার, পুরাতন ভবনের অফিসার-কর্মচারীদের কক্ষ সংস্কার, নতুন ওজুখানা নির্মাণ, বিশুদ্ধ পানির জন্য ফিল্টার স্থাপন এবং সার্বক্ষণিক পানি সরবরাহ নিশ্চিত করতে ৩ এইচজেড পাওয়ার পাম্প স্থাপন।



















