কবিতা আবৃত্তি, পিলো পাসিং, ঝুড়িতে বল ফেলা, বেলুন ফোটানো, পিকনিকসহ নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নরসিংদী জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ।
অনষ্ঠানে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে প্রথমবারের মতো ২০২৫–২৬ সেশনের নরসিংদী জেলা অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে ।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব খন্দকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহান সাদিক।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ৩০৩ নং কক্ষে এ আয়োজন করা হয়।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জাকিয়া সুলতানা এবং খাদিজা হোসেইন মুন্নি। যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম সিয়াম। সাংগঠনিক সম্পাদক মোঃ জোবায়ের মিয়া। সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রমিজ উদ্দিন আফনান। প্রচার ও দপ্তর সম্পাদক তানভীর খন্দকার। উপ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান। কোষাধ্যক্ষ আব্দুর রহমান প্রান্ত। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহিন সরকার। নারী বিষয়ক সম্পাদক খালেদা ইয়াসমিন মিম। ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহানোর রহমান। কার্যকরী সদস্য মাহিন সরকার, তামান্না রহমান, মোঃ শাহাদাৎ হোসেন লামীম, মোঃ রিদওয়ান জামান খান, সামীয়া জামান মীম, কামরুল হাসান মুন্না এবং মোঃ হামিম মিয়া। এছাড়াও সাধারণ সদস্যবৃন্দ মোফাজ্জল ইসলাম অনিক, তাজমিন আক্তার, সাদিয়া আক্তার আনিকা, নিশাত সুলতানা, হিরামনি, মোঃ ইফতিয়ার রহমান পিয়াস, রুহুল আমিন, মোঃ ইউসুফ নাবিল, তৌহিদুল ইসলাম মৃদুল, ইয়ামিন ফাহাদ এবং জিমি আক্তার।



















