জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেট সদস্য হিসেবে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ থেকে পাঁচ সদস্যের মনোনয়নকৃত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৫শে নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৯(১) (ক) ধারা অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) কর্তৃক নিম্নে বর্ণিত পাঁচজন সদস্যকে সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে।
সিনেট প্রতিনিধিরা হলেন জাকসুর সহ-সভাপতি আবদুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী), আয়েশা সিদ্দিকা মেঘলা ও পরিবেশ ও প্রাকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর।


















