ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

সুপারিশপ্রাপ্ত হয়েও বিজেএস গেজেটে বাদ ইবি শিক্ষার্থী, প্রতিবাদে মানববন্ধন

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৪০ বার পঠিত

১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও আইন মন্ত্রণালয় প্রকাশিত গেজেটে বাদ পড়া ইবি শিক্ষার্থী মেহেনাজ হুমায়রাসহ ১২ জন সুপারিশপ্রাপ্তদের যোগদান নিশ্চিতকরণে দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। সেখানে বিজেএস পরীক্ষায় প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই প্রক্রিয়া সংশোধনসহ জবাবদিহিতা এবং বিলম্বের কারণ ব্যাখ্যারও দাবি জানান তারা।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “১৭তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ১৩ জনকে গেজেট না করা নিঃসন্দেহে বৈষম্যমূলক সিদ্ধান্ত। কারও রাজনৈতিক মত, পারিবারিক পরিচয় বা ব্যক্তিগত অবস্থানকে সামনে এনে তার চাকরির পথ বন্ধ করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

তারা আরও বলেন, “আমরা যারা আইন বিভাগে আছি, আর যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ জানাচ্ছি, আমাদের একটাই দাবি: মানুষকে তার মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। দল-মত নির্বিশেষে মানবাধিকারকে সম্মান করতে হবে। শুধু বর্তমান সরকারই নয়, ভবিষ্যতের সরকারকেও এই ন্যায়-নীতিকে অনুসরণ করতে হবে।”

প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন মোট ১০২ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করে। প্রায় ১০ মাস অপেক্ষার পর ২৭ নভেম্বর নিয়োগ গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। সেখানে মাত্র ৮৮ জনকে নিয়োগ দেওয়া হয় এবং সুনির্দিষ্ট কারণ উল্লেখ ছাড়াই ইবি শিক্ষার্থী মেহেনাজসহ সুপারিশপ্রাপ্ত বাকি ১৩ জনের নাম বাদ দেওয়া হয়।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

সুপারিশপ্রাপ্ত হয়েও বিজেএস গেজেটে বাদ ইবি শিক্ষার্থী, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত ১১:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও আইন মন্ত্রণালয় প্রকাশিত গেজেটে বাদ পড়া ইবি শিক্ষার্থী মেহেনাজ হুমায়রাসহ ১২ জন সুপারিশপ্রাপ্তদের যোগদান নিশ্চিতকরণে দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। সেখানে বিজেএস পরীক্ষায় প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই প্রক্রিয়া সংশোধনসহ জবাবদিহিতা এবং বিলম্বের কারণ ব্যাখ্যারও দাবি জানান তারা।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “১৭তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ১৩ জনকে গেজেট না করা নিঃসন্দেহে বৈষম্যমূলক সিদ্ধান্ত। কারও রাজনৈতিক মত, পারিবারিক পরিচয় বা ব্যক্তিগত অবস্থানকে সামনে এনে তার চাকরির পথ বন্ধ করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

তারা আরও বলেন, “আমরা যারা আইন বিভাগে আছি, আর যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ জানাচ্ছি, আমাদের একটাই দাবি: মানুষকে তার মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। দল-মত নির্বিশেষে মানবাধিকারকে সম্মান করতে হবে। শুধু বর্তমান সরকারই নয়, ভবিষ্যতের সরকারকেও এই ন্যায়-নীতিকে অনুসরণ করতে হবে।”

প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন মোট ১০২ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করে। প্রায় ১০ মাস অপেক্ষার পর ২৭ নভেম্বর নিয়োগ গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। সেখানে মাত্র ৮৮ জনকে নিয়োগ দেওয়া হয় এবং সুনির্দিষ্ট কারণ উল্লেখ ছাড়াই ইবি শিক্ষার্থী মেহেনাজসহ সুপারিশপ্রাপ্ত বাকি ১৩ জনের নাম বাদ দেওয়া হয়।