ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

সংস্কারের দাবিতে পাঁচ ঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ, আশ্বাসে প্রত্যাহার

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৭ বার পঠিত

ফের সড়ক সংস্কারের দাবিতে পাঁচ ঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। এতে উভয়দিকে প্রায় ২০ কিলোমিটারের তীব্র যানজটের সৃষ্টি হয়। পওে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে দীর্ঘ পাঁচ ঘন্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

অবরোধে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী, ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল রাহাত, ছাত্র ইউনিয়সের সভাপতি নূর আলম, তলাবায়ে আরাবিয়ার সেক্রেটারি শামীম হোসেনসহ দুই শতাধিক শিক্ষার্থী।

আন্দোলনকারীরা জানান, ইবি থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত মহাসড়কের বড় অংশ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও যাত্রীরা মৃত্যু ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করছে। বিভিন্ন সময় শিক্ষার্থীরা দাবি জানালেও সংস্কারে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দুই জেলার প্রশাসনকে বাধ্য করে তাদের যৌক্তিক দাবি আদায় করে নিতে চায় বলে জানান।

বেলা সাড়ে তিনটায় কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান, কুষ্টিয়ার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, ঝিনাইদহের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপ-বিভাগ প্রকৌশলী জিয়া উদ্দিন ও সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসানুল কবির, শৈলকূপা উপজেলার এসি ল্যান্ড এস এম সিরাজুল সালেহীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর প্রফেসর ড. খাইরুল ইসলাম, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম।

কুষ্টিয়ার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, “কুষ্টিয়া সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে। আর টেন্ডারের মাধ্যমে পুরোপুরি সংস্কার কাজ যথাসময়ে শুরু হবে। ততদিন পর্যন্ত রাস্তার যে যে অংশ ক্ষতিগ্রস্ত আছে, সেই অংশগুলো যতদূর সম্ভব আমরা সাধ্যমত সংস্কারের চেষ্টা করবো।

ঝিনাইদহের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান ভোগান্তি সৃষ্টিতে ক্ষমা প্রার্থনা করে বলেন, কালকে থেকে দুইটা করে ট্র্যাকের মাধ্যমে যতদিন মূল কাজ শুরু না হয় ততদিন পর্যন্ত আমাদের মেরামত কাজ চলবে। প্রায় ২০০ মিটারের ক্ষতিগ্রস্ত অংশ আমি ৭-১০ দিনের মধ্যে সম্পূর্ণ খানা-খন্দকমুক্ত করতে পারব বলে বিশ্বাস করি। এছাড়া নিয়মিত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আপডেট জানাবো।

এদিকে, কর্তৃপক্ষের দেয়া আশ্বাসের দৃশ্যমান পদক্ষেপ না দেখলে আগামী রবিবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা অবরোধের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, সড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের আশ্বাসে দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা

 

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

সংস্কারের দাবিতে পাঁচ ঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ, আশ্বাসে প্রত্যাহার

প্রকাশিত ১১:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ফের সড়ক সংস্কারের দাবিতে পাঁচ ঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। এতে উভয়দিকে প্রায় ২০ কিলোমিটারের তীব্র যানজটের সৃষ্টি হয়। পওে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে দীর্ঘ পাঁচ ঘন্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

অবরোধে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী, ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল রাহাত, ছাত্র ইউনিয়সের সভাপতি নূর আলম, তলাবায়ে আরাবিয়ার সেক্রেটারি শামীম হোসেনসহ দুই শতাধিক শিক্ষার্থী।

আন্দোলনকারীরা জানান, ইবি থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত মহাসড়কের বড় অংশ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও যাত্রীরা মৃত্যু ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করছে। বিভিন্ন সময় শিক্ষার্থীরা দাবি জানালেও সংস্কারে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দুই জেলার প্রশাসনকে বাধ্য করে তাদের যৌক্তিক দাবি আদায় করে নিতে চায় বলে জানান।

বেলা সাড়ে তিনটায় কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান, কুষ্টিয়ার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, ঝিনাইদহের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপ-বিভাগ প্রকৌশলী জিয়া উদ্দিন ও সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসানুল কবির, শৈলকূপা উপজেলার এসি ল্যান্ড এস এম সিরাজুল সালেহীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর প্রফেসর ড. খাইরুল ইসলাম, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম।

কুষ্টিয়ার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, “কুষ্টিয়া সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে। আর টেন্ডারের মাধ্যমে পুরোপুরি সংস্কার কাজ যথাসময়ে শুরু হবে। ততদিন পর্যন্ত রাস্তার যে যে অংশ ক্ষতিগ্রস্ত আছে, সেই অংশগুলো যতদূর সম্ভব আমরা সাধ্যমত সংস্কারের চেষ্টা করবো।

ঝিনাইদহের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান ভোগান্তি সৃষ্টিতে ক্ষমা প্রার্থনা করে বলেন, কালকে থেকে দুইটা করে ট্র্যাকের মাধ্যমে যতদিন মূল কাজ শুরু না হয় ততদিন পর্যন্ত আমাদের মেরামত কাজ চলবে। প্রায় ২০০ মিটারের ক্ষতিগ্রস্ত অংশ আমি ৭-১০ দিনের মধ্যে সম্পূর্ণ খানা-খন্দকমুক্ত করতে পারব বলে বিশ্বাস করি। এছাড়া নিয়মিত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আপডেট জানাবো।

এদিকে, কর্তৃপক্ষের দেয়া আশ্বাসের দৃশ্যমান পদক্ষেপ না দেখলে আগামী রবিবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা অবরোধের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, সড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের আশ্বাসে দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা