ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo ব্যাডমিন্টন প্রতিভার খোঁজে ব্যাডমিন্টন বাংলাদেশ Logo ওসমান হাদীকে জঙ্গি বললেন যবিপ্রবির ছাত্রলীগ নেতা Logo ‘হাদী খাইছে, তোরও খাওয়ার সময় এসে গেছে’, আসিফকে ইবি ছাত্রলীগ নেতার হুমকি Logo ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ Logo ‘গুলিবিদ্ধ হাদী ভাই, ঘরে থাকার সময় নাই’ শ্লোগানে উত্তাল ইবি Logo ওসমান হাদীর হত্যাচেষ্টায় জবির নারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Logo ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ Logo ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ Logo দেশে নতুন মাদক এমডিএমবি জব্দ, চক্রের হোতাসহ গ্রেপ্তার ৪ Logo জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সন্তোষ প্রকাশ

জাবিতে গভীর রাতে উচ্চশব্দে অনুষ্ঠান, উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের প্রতিবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে উচ্চস্বরে গানের আসরের মাধ্যমে শিক্ষার্থীদের সিন্ডিকেটের আদেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ প্রশাসনিক পদক্ষেপের প্রতিবাদে উপাচার্যের ভবনের সামনে সাউন্ড বক্স বাজিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (১ ডিসেম্বর) রাত দেড় ঘটিকায় জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনের সামনে গান বাজিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করে।  প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে বিষয়টি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আনজুম বলেন,  দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অতিরিক্ত শব্দ করা হচ্ছে, যা শিক্ষার্থীদের অভিযোগ সত্ত্বেও প্রশাসন আমলে নিচ্ছে না। আজকেও প্রায় পাঁচ-ছয় ঘণ্টা ধরে উচ্চ শব্দে একটি অনুষ্ঠান চলছে। এরই প্রতিবাদের আমাদের এই আয়োজন।

প্রতিবাদকারী শিক্ষার্থীদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান নিয়ম কানুনগুলি সময় বা সাউন্ড লিমিট কম থাকার কারণে সংশোধন করা যেতে পারে। যদিও বর্তমান নিয়ম কানুনগুলি হয়তো নিখুঁত নয়, তবে সেগুলির প্রতি সম্মান রাখা উচিত। উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করার জন্য শিক্ষার্থীদের অভিযোগের পরেও প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি।

প্রক্টর স্যারের সাথে যোগাযোগ করা হলেও তারা অভিযোগ শোনেননি বা উচ্চ শব্দ বন্ধে এগিয়ে আসেননি।শিক্ষার্থীদের ঘুমে ব্যাঘাত ঘটানোর প্রতিবাদে আমরা একটি ব্যবস্থা গ্রহণে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের  সিদ্ধান্ত নিয়েছি বলেন মামুন।

এ বিষয়ে “বাউলের দ্রোহ”এর আয়োজক সজিব আহমেদ জেনিস বলেন, অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সরাসরি শিল্পীকে গান বন্ধ করতে বলেছেন, যা আগে কখনো ঘটেনি।

প্রথমবার প্রক্টর যখন আসেন আমরা সাউন্ড কমিয়ে দিয়ে এবং বাইরের শব্দ বন্ধ করে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছিলাম যাতে কারো অসুবিধা না হয়। এরআগেও রাগ (Rag) এর প্রোগ্রাম রাত ২টা বা আড়াইটা পর্যন্ত চললেও কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু আজকের অনুষ্ঠানের বন্ধের বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ বলে মনে হচ্ছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন,  আজ সন্ধ্যায় একটি অনুষ্ঠানে শব্দের মাত্রাতিরিক্ততার কারণে শিক্ষার্থীদের পরীক্ষার ব্যাঘাত ঘটে। আমাদের অনুরোধ সত্ত্বেও রাত ১০টা থেকে দেড়টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। উপাচার্য মহোদয়ের নির্দেশে প্রক্টরিয়াল বডি অনুষ্ঠানস্থলে গিয়ে আয়োজকদের শব্দের মাত্রা কমাতে এবং অনুষ্ঠানটি বন্ধ করার অনুরোধ জানান। অবশেষে, রাত ১:৪৫-এর দিকে আয়োজকরা অনুষ্ঠানটি শেষ করেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে দায়িত্বশীল আচরণ এবং পরীক্ষার আগে অন্য শিক্ষার্থীদের অসুবিধা সৃষ্টি না করার জন্য অনুরোধ জানিয়েছে।

জনপ্রিয়

ব্যাডমিন্টন প্রতিভার খোঁজে ব্যাডমিন্টন বাংলাদেশ

জাবিতে গভীর রাতে উচ্চশব্দে অনুষ্ঠান, উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রকাশিত ১১:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে উচ্চস্বরে গানের আসরের মাধ্যমে শিক্ষার্থীদের সিন্ডিকেটের আদেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ প্রশাসনিক পদক্ষেপের প্রতিবাদে উপাচার্যের ভবনের সামনে সাউন্ড বক্স বাজিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (১ ডিসেম্বর) রাত দেড় ঘটিকায় জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনের সামনে গান বাজিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করে।  প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে বিষয়টি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আনজুম বলেন,  দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অতিরিক্ত শব্দ করা হচ্ছে, যা শিক্ষার্থীদের অভিযোগ সত্ত্বেও প্রশাসন আমলে নিচ্ছে না। আজকেও প্রায় পাঁচ-ছয় ঘণ্টা ধরে উচ্চ শব্দে একটি অনুষ্ঠান চলছে। এরই প্রতিবাদের আমাদের এই আয়োজন।

প্রতিবাদকারী শিক্ষার্থীদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান নিয়ম কানুনগুলি সময় বা সাউন্ড লিমিট কম থাকার কারণে সংশোধন করা যেতে পারে। যদিও বর্তমান নিয়ম কানুনগুলি হয়তো নিখুঁত নয়, তবে সেগুলির প্রতি সম্মান রাখা উচিত। উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করার জন্য শিক্ষার্থীদের অভিযোগের পরেও প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি।

প্রক্টর স্যারের সাথে যোগাযোগ করা হলেও তারা অভিযোগ শোনেননি বা উচ্চ শব্দ বন্ধে এগিয়ে আসেননি।শিক্ষার্থীদের ঘুমে ব্যাঘাত ঘটানোর প্রতিবাদে আমরা একটি ব্যবস্থা গ্রহণে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের  সিদ্ধান্ত নিয়েছি বলেন মামুন।

এ বিষয়ে “বাউলের দ্রোহ”এর আয়োজক সজিব আহমেদ জেনিস বলেন, অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সরাসরি শিল্পীকে গান বন্ধ করতে বলেছেন, যা আগে কখনো ঘটেনি।

প্রথমবার প্রক্টর যখন আসেন আমরা সাউন্ড কমিয়ে দিয়ে এবং বাইরের শব্দ বন্ধ করে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছিলাম যাতে কারো অসুবিধা না হয়। এরআগেও রাগ (Rag) এর প্রোগ্রাম রাত ২টা বা আড়াইটা পর্যন্ত চললেও কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু আজকের অনুষ্ঠানের বন্ধের বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ বলে মনে হচ্ছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন,  আজ সন্ধ্যায় একটি অনুষ্ঠানে শব্দের মাত্রাতিরিক্ততার কারণে শিক্ষার্থীদের পরীক্ষার ব্যাঘাত ঘটে। আমাদের অনুরোধ সত্ত্বেও রাত ১০টা থেকে দেড়টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। উপাচার্য মহোদয়ের নির্দেশে প্রক্টরিয়াল বডি অনুষ্ঠানস্থলে গিয়ে আয়োজকদের শব্দের মাত্রা কমাতে এবং অনুষ্ঠানটি বন্ধ করার অনুরোধ জানান। অবশেষে, রাত ১:৪৫-এর দিকে আয়োজকরা অনুষ্ঠানটি শেষ করেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে দায়িত্বশীল আচরণ এবং পরীক্ষার আগে অন্য শিক্ষার্থীদের অসুবিধা সৃষ্টি না করার জন্য অনুরোধ জানিয়েছে।