জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।
সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, আমরা ইতিমধ্যে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছি। আমরা কাজ করছি, কমিটি আসলে একটি চলমান প্রক্রিয়া। দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা হবে।
এদিকে ছাত্রদলের অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনে পরাজয়ের পর ছাত্রদলকে নতুন ভাবে সাজাতে নতুন নেতৃত্ব নিয়ে ভাবছেন কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতারা। তারই ধারাবাহিকতায় জাবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে তারা।
এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সাথে মুঠোফোনের মাধ্যমে একাধিকবার কল করলেও তারা সাড়া দেননি।



















