ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রিয়েলমি পি৪ পাওয়ারের সাথে শুরু হলো ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ Logo মতের অমিলে ইবি ছাত্রদল নেতাকে শোকজ, গণতন্ত্র প্রশ্নবিদ্ধ Logo কবি নজরুল কলেজ শিক্ষার্থী সুমনের দুইটি কিডনিই বিকল, বাঁচার আকুতি Logo জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিচি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo কুবি ছাত্রশিবিরের উদ্যোগে ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস Logo জাবিতে ‘দৃশ্যকল্প’ শীর্ষক দলগত শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন Logo পোস্টার নিষেধাজ্ঞায় বদলেছে নির্বাচনী প্রচারণা, জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া  Logo কুবির পরিবহন পুলে যুক্ত হলো নতুন তিনটি বাস Logo জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগসেরা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, জাতীয় পর্যায়ে দ্বিতীয় Logo ইবি প্রক্টরের বিরুদ্ধে ছাত্রদল আহবায়কের হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদ ইইই শিক্ষার্থীদের

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সন্তোষ প্রকাশ

সদ্য ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আন্তরিকভাবে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীনের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে সন্তোষ প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক ধারাবাহিকতা ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে এই ঘোষণা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে করে অতীতের জটিল রাজনৈতিক প্রেক্ষাপট অতিক্রম করে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন নির্বাচনী প্রক্রিয়া শুরুর সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

জুলাই ২০২৪-এ গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জনগণকে স্মরণ করে বিবৃতিতে আরও বলা হয়, দেশের মানুষ সত্যিকার স্বাধীনতার সুফল ভোগ করার সুযোগ পাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর পরিবারের ত্যাগ, সংগ্রাম ও দূরদর্শিতা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় যুগান্তকারী ভূমিকা রেখেছে।

বিবৃতিতে গণতন্ত্রের মানসকন্যা এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ,দেশের এই সংকটকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীকে আহ্বান করা হয়।

জনপ্রিয়

রিয়েলমি পি৪ পাওয়ারের সাথে শুরু হলো ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সন্তোষ প্রকাশ

প্রকাশিত ১১:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

সদ্য ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আন্তরিকভাবে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীনের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে সন্তোষ প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক ধারাবাহিকতা ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে এই ঘোষণা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে করে অতীতের জটিল রাজনৈতিক প্রেক্ষাপট অতিক্রম করে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন নির্বাচনী প্রক্রিয়া শুরুর সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

জুলাই ২০২৪-এ গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জনগণকে স্মরণ করে বিবৃতিতে আরও বলা হয়, দেশের মানুষ সত্যিকার স্বাধীনতার সুফল ভোগ করার সুযোগ পাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর পরিবারের ত্যাগ, সংগ্রাম ও দূরদর্শিতা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় যুগান্তকারী ভূমিকা রেখেছে।

বিবৃতিতে গণতন্ত্রের মানসকন্যা এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ,দেশের এই সংকটকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীকে আহ্বান করা হয়।