ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo ইবিস্থ সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় Logo হাদির উপর গুলির প্রতিবাদে যবিপ্রবিতে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষার্থীদের বিক্ষোভ ও দোয়া Logo অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সুযোগ–সুবিধা বাড়ানোর তাগিদ ডিএমপি কমিশনারের Logo স্পষ্টভাবে সত্য বলা ওসমান হাদী বাংলাদেশের বিবেক Logo ইবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নতুন সভাপতি ড. মামুন আল রশিদ Logo গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ওসমান হাদির সুস্থতা কামনায় জাবিতে ছাত্রশক্তির দোয়া মাহফিল Logo হাদির ওপর গুলির প্রতিবাদে ও জুলাই হামলাকারীদের বিচারের দাবিতে জাবিতে বিক্ষোভ Logo নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম Logo ব্যাডমিন্টন প্রতিভার খোঁজে ব্যাডমিন্টন বাংলাদেশ Logo ওসমান হাদীকে জঙ্গি বললেন যবিপ্রবির ছাত্রলীগ নেতা

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৮২ বার পঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর ওপর সশস্ত্র হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের আবাসিক হল ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একত্রিত হয়। পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দোয়া ও সম্মিলিত মুনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা, “ইনকিলাব ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ”, “আমার ভাই হাসপাতালে—ইন্টেরিম কি করে?”, “ছাত্রলীগের কালো হাত—ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “হাদীর ওপর হামলা কেন—প্রশাসন জবাব দে” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিছিলে অংশ নেওয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিউল আলিম সামি বলেন, “হাদী ভাইয়ের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। ‘২৪ আন্দোলনের’ শুরু থেকেই তিনি ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে নির্ভীকভাবে কথা বলে আসছেন। তার শক্ত কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। এ ঘটনা প্রমাণ করে জুলাই আন্দোলনের সম্মুখসারীর কর্মীরা আর নিরাপদ নন। আমরা দাবি জানাই, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।”

পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ রাসেল বলেন, “ফ্যাসিবাদবিরোধী কণ্ঠস্বর এবং ‘চব্বিশের’ অন্যতম পথপ্রদর্শক হাদী ভাইয়ের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। এই হামলা শুধু তার ওপর নয় এটি চব্বিশ আন্দোলনের সব সহযোদ্ধার ওপর আঘাত। আমাদের ক্যাম্পাসেও কিছু মহল উসকানিমূলক কার্যকলাপ করছে এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে জানাতে চাই এ ধরনের অশুভ তৎপরতা আর মাথাচাড়া দিতে দেওয়া হবে না।”

জনপ্রিয়

ইবিস্থ সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত ১১:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর ওপর সশস্ত্র হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের আবাসিক হল ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একত্রিত হয়। পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দোয়া ও সম্মিলিত মুনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা, “ইনকিলাব ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ”, “আমার ভাই হাসপাতালে—ইন্টেরিম কি করে?”, “ছাত্রলীগের কালো হাত—ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “হাদীর ওপর হামলা কেন—প্রশাসন জবাব দে” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিছিলে অংশ নেওয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিউল আলিম সামি বলেন, “হাদী ভাইয়ের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। ‘২৪ আন্দোলনের’ শুরু থেকেই তিনি ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে নির্ভীকভাবে কথা বলে আসছেন। তার শক্ত কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। এ ঘটনা প্রমাণ করে জুলাই আন্দোলনের সম্মুখসারীর কর্মীরা আর নিরাপদ নন। আমরা দাবি জানাই, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।”

পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ রাসেল বলেন, “ফ্যাসিবাদবিরোধী কণ্ঠস্বর এবং ‘চব্বিশের’ অন্যতম পথপ্রদর্শক হাদী ভাইয়ের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। এই হামলা শুধু তার ওপর নয় এটি চব্বিশ আন্দোলনের সব সহযোদ্ধার ওপর আঘাত। আমাদের ক্যাম্পাসেও কিছু মহল উসকানিমূলক কার্যকলাপ করছে এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে জানাতে চাই এ ধরনের অশুভ তৎপরতা আর মাথাচাড়া দিতে দেওয়া হবে না।”